Current Bangladesh Time
শনিবার মে ৪, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের পেশাদার ও সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা 
Monday February 3, 2020 , 8:25 pm
Print this E-mail this

বরিশালের পেশাদার ও সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা


নিজস্ব প্রতিবেদক : বরিশাল সাংবাদিক অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক সিনিয়র সাংবাদিক মো: আসাদুজ্জামান (আসাদ) এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বরিশাল কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বরিশালে সাংবাদিকদের অধিকার আদায়ে ১১ দফা দাবিতে কর্মসূচি ঘোষণার ৭ দিন পরে পুরানো নিউজের কাটিং দিয়ে এ মামলা দায়ের করা হয়। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন নিজেকে সাংবাদিক ও ব্যবসায়ী দাবি করে মামলাটি দায়ের করেন। পেশাদার সাংবাদিক আসাদুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার দাবি করে বিবৃতি দিয়েছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম ইকবাল, প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং দৈনিক আজকের পরিবর্তন ও কীর্তনখোলা পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার করে বরিশালে কর্মরত সাংবাদিকদের ঐক্যমতে থাকার আহবান জানান। এছাড়াও মামলা প্রত্যাহার চেয়ে বিবৃতি দিয়েছেন, বরিশাল সাংবাদিক অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক ও কীর্তনখোলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং এসএ টিভি বরিশাল ব্যুরো চিফ সালেহ টিটু, বরিশাল নিউজি এডিটর কাউন্সিল, বরিশালের সভাপতি ও জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার বরিশাল ব্যুরো চিফ হাসিবুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক খন্দকার রাকিব, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন অর রশিদসহ বরিশাল থেকে প্রকাশিত ২০ টি দৈনিক পত্রিকার সম্পাদক-প্রকাশক ও কর্মরত সাংবাদিকবৃন্দ। মো: আসাদুজ্জামান দৈনিক আজকের পরিবর্তন, দৈনিক আজকের বার্তা, দৈনিক বরিশালের আজকাল, দৈনিক দখিনের মুখ পত্রিকাসহ বরিশালের একাধিক পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে সুনামের সাথে প্রায় ১৮ বছর যাবৎ দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার প্রধান বার্তা সম্পাদক হিসেবে কর্মরত আছেন। উল্লেখ্য, বরিশাল প্রেসক্লাবে পেশাদার সাংবাদিকদের অধিকার সংরক্ষণে ১১ দফা দাবিতে নানান কর্মসূচি পালনে ডাক দেন। এ লক্ষে বরিশালের প্রায় ৩০টি পত্রিকার সম্পাদক প্রকাশক ও পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটির আহবায়ক নির্বাচিত করা হয় সিনিয়র সাংবাদিক মো: আসাদুজ্জামানকে। তিনি সাংবাদিকদের অধিকার সংরক্ষণে সকলকে নিয়ে বরিশালের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি প্রদানের উদ্যোগ গ্রহণ করেন। এ সময়ে পুরোনো নিউজের কাটিং এবং ফেসবুক আইডিতে অসাংবাদিকদের বিরুদ্ধে লেখা নিউজের কপি সংগ্রহ করে কোতয়ালি মডেল থানায় মামলাটি করা হল।




Archives
Image
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলগত ধর্ষণ, গ্রেপ্তার ২
Image
সর্বনিম্ন রিচার্জের মেয়াদ বাড়াল গ্রামীণফোন
Image
বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেফতার
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার
Image
তাসকিন-মেহেদীদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে