Current Bangladesh Time
সোমবার জুলাই ৭, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালেও মিলছে না আশানুরূপ ইলিশ 
Saturday July 7, 2018 , 6:13 pm
Print this E-mail this

ব্যবসায়ীরা আশা করছেন সময়ের সঙ্গে সঙ্গে ইলিশের আমদানি বাড়বে

বরিশালেও মিলছে না আশানুরূপ ইলিশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দীর্ঘদিন পরে হলেও বরিশালের বাজারগুলোতে ইলিশ আসতে শুরু করেছে। তবে তা আশানুরূপ নয় বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। অপরদিকে জেলেদের দাবি, সাগরে অল্প-স্বল্প ইলিশ ধরা পড়লেও নদীতে এখনো মিলছে না। আর এভাবে চলতে থাকলে লোকসান গুনতে হবে জেলে থেকে শুরু করে ব্যবসায়ীদের। তবে সামনের অমাবস্যার পর জেলেদের জালে বিপুল পরিমাণে ইলিশ ধরা পড়বে বলে দাবি করেছে মৎস্য বিভাগ। বরিশালের পোর্টরোড এলাকার একমাত্র বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে জানা গেছে, গত ২/১ দিন ধরে এ মৎস্য অবতরণ কেন্দ্রে সাগরের কিছু ইলিশ আসতে শুরু করেছে, তবে দাম বেশ চড়া। কারণ হিসেবে অবতরণ কেন্দ্রের আড়তদার মো. ইসমাইল জানান, প্রতিবছর এই সময়টায় অবতরণ কেন্দ্রে ৪ থেকে ৫শ’ মণ ইলিশ আসে। কিন্ত বর্তমানে আসছে মাত্র ১ থেকে দেড়শ’ মণ। পাইকার ও খুচরা ক্রেতার চাহিদা অনুযায়ী ইলিশ না পাওয়ায় দাম বেড়ে যাচ্ছে। তবে আমদানি বাড়লে কমে যাবে। তিনি জানান, বর্তমান পাইকারি বাজারে ৩শ’ গ্রাম (গোটলা) ওজনের নিচের ইলিশ মণ প্রতি বিক্রি হচ্ছে ১৮-১৯ হাজার টাকায়, এর ওপরে ৫শ’গ্রাম পর্যন্ত ইলিশের মণ রয়েছে ২২-২৩ হাজার টাকায়, ৬ থেকে ৯শ’ (এলসি) গ্রাম ওজনের ইলিশের মণ প্রতি বিক্রি হয়েছে ৩৬-৩৮ হাজার টাকায়, ১ কেজি ইলিশের মণ ৫০-৫৫ হাজার টাকায় এবং এর ওপরে ইলিশ মণপ্রতি বিক্রি হয়েছে ৬০ হাজার টাকা দরে। তবে গত বছরের হিসেব অনুযায়ী এসব ইলিশ ৫ থেকে ১০ হাজার টাকা কম দরে বিক্রি হয়েছে। ইলিশ শিকার শেষে ১০ দিন পর সাগর থেকে ফিরে আসা ‘এফবি জয়নব’র জেলে সিদ্দিক জানান, গুঁড়িগুঁড়ি বৃষ্টি ইলিশ শিকারের জন্য একটি উত্তম আবহাওয়া। তবে এ বছর এখন পর্যন্ত তেমন একটা ইলিশের দেখা মেলেনি। বৈশাখের পর সাগর-নদীতে ইলিশের দেখা মেলার কথা থাকলেও আষাঢ় শেষ হতে বসেছে, কিন্তু ইলিশ কোথায়! তিনি জানান, ১০ দিন সাগরে থেকে হাজার পিস ইলিশ নিয়ে ফিরেছেন, যা বিক্রি করে বোট আর মাঝি-মাল্লার খাওয়া-দাওয়ার খরচ পুষিয়ে উঠতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। নাজিম নামে অপর জেলে জানান, গত কয়েকদিন ধরে সাগরে কিছুটা ইলিশের দেখা মিললেও নদীতে এখনো ইলিশের কোনো আনাগোনা নেই। বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, আসলে ইলিশের মৌসুম এখনই, গত বছরও এমন সময় ইলিশ ধরা পড়া শুরু করে। আর সে হিসেবে সাগরে ইলিশের দেখা মিলতে শুরু করেছে। কিছুদিন পরে নদীতে ইলিশ পাওয়া যাবে। কারণ সাগরে প্রথম ইলিশ ধরা পরে এরপর শুরু হয় নদীতে। বরিশালের থেকে বর্তমানে পটুয়াখালী, বরগুনাসহ উপকূলের অবতরণ কেন্দ্রগুলোতে ইলিশের আমদানি কিছুটা বেশি রয়েছে। তিনি বলেন, গত অমাবস্যায় বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সাগরে থাকতে পারেনি। তবে কয়েকদিন পর আরো একটি অমাবস্যা রয়েছে। আশা করি অল্পসময়ের মধ্যে পর্যাপ্ত ইলিশ ধরা পড়বে এবং গত বছরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। উপকূলীয় জেলার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক আব্বাস কাজী জানান, কয়েকদিন আগেও ইলিশের দেখা পায়নি জেলেরা। গত কয়েকদিন ধরে সাগরে কিছু কিছু বোট ভালো ইলিশ শিকার করছে। তবে বেশিরভাগহ ফিশিং বোট এখনো তেমন একটা মাছ পাচ্ছে না। এদিকে সাগর তীরবর্তী অঞ্চলেও ক্ষুদ্র জেলেরা গত ২/৩ দিন ধরে ইলিশ পেতে শুরু করেছেন। ব্যবসায়ীরা আশা করছেন সময়ের সঙ্গে সঙ্গে ইলিশের আমদানি বাড়বে।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা