|
বরগুনার রিফাতকে স্মরণে স্থানীয় এমপিপুত্রের আঁকা স্কেচ ফেসবুকে ভাইরাল
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে নৃশংসভাবে খুন হওয়া যুবক শাহনেওয়াজ রিফাত শরীফকে স্মরণ করে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে সুনাম দেবনাথের আঁকা একটি স্কেচ ফেসবুকে ভাইরাল হয়েছে। স্কেচটি ফেসবুকে শেয়ারের সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। মুহূর্তেই ফেসবুক ব্যবহারকারীরা নানা মন্তব্য করতে থাকেন প্রকাশিত ছবির কমেন্ট বক্সে। বরগুনা-১ আসনের সাবেক এমপি ছিদ্দিকুর রহমানের কনিষ্ঠ কন্যা সানজিদা মনা সেখানে লিখেন, বাহ, কতটা ভালোবাসা দিয়ে তৈরি। বরগুনার আমতলী পৌরসভার মেয়র মো: মতিউর রহমান লিখেন, ছোট ভাইয়ের প্রতি কতটা মমতা আর ভালোবাসা তুমি বুকে ধারণ করো এই ছবিটিই তার প্রমাণ, আমরা বরগুনাবাসী তোমাকে নিয়ে গর্বিত। হাবিবুর রহমান কামাল নামে একজন লিখেন, সত্যিকারের ভালোবাসা ও আবেগের বহিঃপ্রকাশ। বেলাল হোসাইন নামে আরেকজন লিখেছেন, বেঁচে থাকলে ওর জীবনের সেরা উপহার হতো এটি। জসীম উদ্দিন নামে আরেকজন লিখেছে, তোমরা রিফাতের হত্যাকারীদের ক্ষমা করো না। প্রসঙ্গত, বরগুনা সরকারি কলেজের সামনে গত ২৬ জুন সকালে প্রকাশ্য দিবালোকে শতশত পথচারীর উপস্থিতিতে স্ত্রীর সামনে শাহ নেয়াজ রিফাত শরীফকে কুপিয়ে যখম করে সন্ত্রাসীরা। গুরুতর আহতবস্থায় প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তির পর বিকালে তাঁর মৃত্যু হয়। তবে হত্যাকাণ্ডের মূল কুশীলবদের বাঁচাতে জেলা পরিষদের চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেনের অপতৎপরতায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, মূল আসামিরা সবাই রাজনৈতিকভাবে ক্ষমতাধর। রিফাত ফারাজী এবং রিশান ফরাজীর আপন খালু বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন এবং মূল আসামি নয়ন বন্ড তার বাসার কেয়ারটেকার।
Post Views: ০
|
|