Current Bangladesh Time
মঙ্গলবার মে ২১, ২০২৪ ৬:০৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় ইউপি চেয়ারম্যান করোনায় আক্রান্ত 
Saturday May 9, 2020 , 4:17 pm
Print this E-mail this

নমুনার রিপোর্ট হাতে পেয়েছি, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন, হোম আইসোলেশনেই তার চিকিৎসা দেওয়া হবে

বরগুনায় ইউপি চেয়ারম্যান করোনায় আক্রান্ত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনাযর আমতলীতে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (৫২) করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত এই ইউপি চেয়ারম্যানের বসতবাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। খোঁজ নিয়ে জানা গেছে, করোনা উপসর্গ নিয়ে ওই ইউপি চেয়ারম্যান আমতলীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানেও যোগদান করেছেন। মিশেছেন জনপ্রতিনিধিবৃন্দের সাথেও। এতে ঝুঁকিতে রয়েছেন সংশ্লিষ্ট সেসব ব্যক্তিরাও। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেশ কিছুদিন ধরে করোনার উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। এরপর গত ৭ মে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠায়। নমুনা পাঠানোর দুই দিন পর আজ শনিবার (৯ মার্চ) সকাল ১০টায় তার রিপোর্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছায়। রিপোর্টে তাকে করোনা পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন আর মৃত্যুবরণ করেছেন দু’জন। আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শংকর প্রসাদ অধিকারী বলেন, আমতলীর একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নমুনার রিপোর্ট হাতে পেয়েছি। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। হোম আইসোলেশনেই তার চিকিৎসা দেওয়া হবে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন বলেন, আক্রান্ত এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।




Archives
Image
বরিশালে অনলাইন জুয়াড়িদের দলনেতা গ্রেপ্তার!
Image
বরিশাল নগরীর নির্মাণাধীন ভবনের চাঁদাবাজি ঠেকাতে মাঠে পুলিশ
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি