Current Bangladesh Time
বুধবার মে ১৫, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ববির সদ্য চালু হওয়া সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন 
Tuesday March 14, 2023 , 5:37 pm
Print this E-mail this

জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ থাকতে হবে, হতাশ হলে চলবে না-বিশ্ববিদ‌্যালয় উপাচার্য

ববির সদ্য চালু হওয়া সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন চালু হওয়া সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন হয়েছে। বিশ্ববিদ‌্যাল‌য়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে মঙ্গলবার (মার্চ ১৪) এই ওরিয়েন্টেশন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ‌্যালয় উপাচার্য প্রফেসর ড. মো: ছাদেকুল আরেফিন। অনুষ্ঠানের শুরুতে উপাচার্য শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এসময় উপাচার্য নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে সফলতার জন্য তোমাদেরকে সময়ানুবর্তী ও নিয়মানুবর্তী হতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ থাকতে হবে। হতাশ হলে চলবে না। তোমরা যদি এ বিষয়গুলোকে তোমাদের জীবনে প্রতিফলন ঘটাতে পার তাহলে সফলতা অনিবার্য। এসময় তিনি আরও বলেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ সৃষ্টির কোনো বিকল্প নেই। তোমরা যে যে বিভাগেই পড়ছো না কেন সে বিষয়কে গুরুত্ব দিয়ে পড়তে হবে। যাতে করে তোমরা তোমাদের উদ্ভাবনী শক্তির মাধ্যমে ভবিষ্যতে দেশের জন্য কাজ করে যেতে পারো।বিশেষ অতিথির বক্তৃতা দেন-ব‌রিশাল বিশ্ববিদ্যাল‌য়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিল আফরোজ খানম। সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অসীম কুমার নন্দীর সভাপতিত্বে আরও বক্তৃতা দেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. শফিউল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রিফাত মাহমুদ, প্রক্টর ড. খোরশেদ আলম, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান রিফাত ফেরদাউস, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারজানা আফরোজ, নবাগত শিক্ষার্থী সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিএনসিসি নৌ শাখার ক্যাডেট আসমা হারুন। উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ২০২২ সালের ২৭ ডিসেম্বর বরিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে সমাজকর্ম নামে একটি নতুন বিভাগের অনুমোদনসহ চলতি ২০২১-২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির অনুমতি দেয়।




Archives
Image
উপজেলা ভোটে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এমপি পঙ্কজ নাথের বিরুদ্ধে
Image
বরিশালে ধর্ষণের পর শিশুকে হত্যা, পিতা-পুত্র গ্রেফতার
Image
গুলিস্তানে কিনে ‘পাকিস্তানি কাপড়’ বলে বিক্রি করেন তনি!
Image
বরিশালে অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সিনথিয়ার
Image
রড দিয়ে পিটিয়ে শিশু গৃহকর্মী খুন, দম্পতির যাবজ্জীবন