|
‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা’-স্লোগানে এ দিবস পালন
ববিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বুধবার (জুন ৫) দিবসটি উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কমিটির আয়োজনে ক্যাম্পাস প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মনিরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর, প্রক্টর ড. আব্দুল কাইউম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. হেনা রানী বিশ্বাস, বরিশাল বিশ্ববিদ্যালয় সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কমিটির আহবায়ক মো: উজ্জল হোসেনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, হলের আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো-‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা’। এরই ধারাবাহিকতায় পরিবেশ দূষণের কারণ, দূষণরোধের উপায় খুঁজে বের করা সহ মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বান্ধব গাছ রোপন করে দিবসটি পালন করা হয়।
Post Views: ০
|
|