Current Bangladesh Time
শনিবার এপ্রিল ২০, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”-শ্লোগানে বরিশালে জাতীয় সমবায় দিবস পালন 
Saturday November 5, 2022 , 5:19 pm
Print this E-mail this

প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”-শ্লোগানে বরিশালে জাতীয় সমবায় দিবস পালন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”-শ্লোগানে বরিশালে শনিবার ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে সার্কিট হাউজে ‍এক আলোচনা সভা অনুুিষ্ঠত হয়। বরিশাল জেল‍া প্রশাসক জসীম ‍উদ্দিন হায়দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান। বিশেষ অতিথী হিসেবে ‍উপস্থিত ছিলেন-অতিরিক্ত ডিআইজি মো: শহিদুল্লাহ, সমবায় অধিপ্তরের যুগ্ম নিবন্ধক মুহম্মদ আবদুল্লা আল মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিল সমবায়। সমবায়ীদের আদর্শে ও সকলের অংশগ্রহণে তিনি দেশ গড়তে চেয়েছিলেন। সমবায় আন্দোলন সরকারের লক্ষ্য পূরণে অগ্রণী ভূমিকা রাখবে। সমবায় জাতীয় অর্থনীতিতে কৃষি, মৎস্য, পশুপালন, পোশাক, দুগ্ধ উৎপাদন, আবাসন, ক্ষুদ্র ঋণ ও সঞ্চয়, কুটির-চামড়াজাত-মৃৎ শিল্প ইত্যাদি খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখতে পারে। আলোচনা সভায় জানানো হয়, বরিশাল জেলায় তিন হাজার চারশত তেষট্টি টি সমবায় সমিতি রয়েছে, যার সদস্য সংখ্যা তিন লাখ সতের হাজার তিনশত। এতে ৫৩হাজারের অধিক কর্মচারী রয়েছে। এ সমিতির মাধ্যমে ২৭টি আশ্রয়ণ প্রকল্পে ছয়শত একাশি জনের মধ্যে ১কোটি ৪৭লাখ ১৩হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশে সমবায়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯০৪ সালে। বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৯২ হাজার ৬৯২টি সমবায় সমিতি রয়েছে। এ সব সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নসহ সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।




Archives
Image
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
প্রকাশিত সংবাদ নিয়ে যা বললেন বেনজীর আহমেদ
Image
দ্বিতীয় সাবমেরিন ক্যাবল বন্ধ, সারাদেশে ইন্টারনেটে ধীরগতি
Image
ঋণের চাপে বরিশালে দুই সন্তানের জননীর আত্মহত্যা
Image
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র আল মঈন