Current Bangladesh Time
শুক্রবার মার্চ ২৯, ২০২৪ ১:৪১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফেসবুকের কল্যাণে চিকিৎসা সহায়তায় হাত বাড়ালেন বরিশাল রেঞ্জ ডিআইজি 
Tuesday July 13, 2021 , 7:04 pm
Print this E-mail this

রেঞ্জ ডিআইজি সহ বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশু শাহ জালালের পিতা

ফেসবুকের কল্যাণে চিকিৎসা সহায়তায় হাত বাড়ালেন বরিশাল রেঞ্জ ডিআইজি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মানবিক পোষ্ট দেখে চিকিৎসা সহায়তার হাত বাড়িয়েছেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান। তার আর্থিক সহায়তা ও থানা পুলিশের সহযোগিতায় শিশু পুত্রের সু-চিকিৎসাসহ ওষুধ ক্রয় করতে পেরেছেন অসহায় দিনমজুর পিতা আলামিন আকন। ঘটনাটি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করপাড়া গ্রামের। মঙ্গলবার (জুলাই ১৩) সকালে আলামিন আকন জানান, ১২ জুলাই সকালে তার তিন বছরের শিশু পুত্র শাহ জালাল পা পিছলে পরে পায়ের গোড়ালি ভেঙ্গে যায়। এ অবস্থায় তার (শিশু পুত্র) চিকিৎসার জন্য বানারীপাড়া উপজেলা হাসপাতালে আনার পর প্রথমে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে ২৫০ টাকা দিয়ে এক্সরে করা হয়। পরে চিকিৎসক শিশুর ভাঙ্গা পা ব্যান্ডেজ করার জন্যই সাতশ’ টাকা দাবি করেন। আলামিন আরও জানান, কঠোর লকডাউনের কারণে তিনি কর্মহীন হয়ে পরায় তার পক্ষে এ টাকা দেওয়া অসম্ভব হয়ে পরে। পুরো ঘটনাটি জানার পর স্থানীয় এক সংবাদকর্মী ঘটনার বিবরণ দিয়ে ফেসবুকে একটি পোষ্ট করেন। বিষয়টি বরিশালের চৌকস রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামানের নজরে আসলে তিনি শিশুটির চিকিৎসার প্রয়োজনীয় অর্থ পাঠিয়ে দিয়ে বানারীপাড়া থানার ওসি হেলাল উদ্দিনকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তাৎক্ষনিক ওসি হাসপাতালে পৌঁছে শিশু শাহ জালালের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পরবর্তীতে চিকিৎসকের ব্যবস্থাপত্রে লেখা ওষুধও ডিআইজি’র পাঠানো অর্থে ক্রয় করে দেয়া হয়। পুলিশ কর্মকর্তার এ মহতী উদ্যোগকে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ সাধুবাদ জানিয়েছেন। রেঞ্জ ডিআইজি সহ বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশু শাহ জালালের দিনমজুর অসহায় পিতা আলামিন আকন।




Archives
Image
বরিশালে অবৈধ জালসহ ৪ জেলে আটক
Image
কম্পিউটার দোকানে কাজের আড়ালে জাল নোট ছাপাতেন আরিফ
Image
দূষণে দেশে বছরে ২ লাখ ৭২ হাজার অকাল মৃত্যু
Image
নামাজ চলাকালীন বরিশালের মসজিদে এসি বিস্ফোরণ
Image
পাথর কোনোভাবেই ভাগ্য ফেরাতে পারে না, নিছক কুসংস্কার!