মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নির্মাতা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার অন্তরঙ্গ মুহূর্তের দুইটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সোমবার (৪ নভেম্বর) ফেসবুকের একটি গ্রুপে ছবিগুলো পোস্ট করা হলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এ বিষয়ে কথা বলার জন্য ফাহমি ও মিথিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। এদিকে কেউ কেউ বলছেন, ছবিটি হয়তো এডিট করা বা সাজানো। অপরদিকে, আবার অনেকেই বলছেন ছবিটি দেখেই বুঝা যাচ্ছে ছবিটি এডিট করা নয়। তবে ছবির বিষয়ে যে যাই বলুক না কেন ইতোমধ্যে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। এডিট বা সাজানোকে উপেক্ষা করে কেউ কেউ আবার এটাও বলছেন- ‘এই অন্তরঙ্গ মুহুর্তগুলো হয়তো কোনো নাটক বা টেলিফিল্মের অংশ। সুতরাং নিশ্চিত না হয়ে এ ধরনের মন্তব্য বা ছবিগুলো ভাইরাল করা ঠিক না’। এর আগে কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে মিথিলার ছবি প্রকাশ পেলে মিডিয়া পাড়ায় গুঞ্জন ওঠে। কলকাতাসহ দেশীয় কিছু গণমাধ্যমের খবরে প্রকাশ পায়, তারা দুজন বিয়ে করতে যাচ্ছেন। প্রসঙ্গত, সংগীত পরিচালক ও শিল্পী অর্নবের একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের সূত্রে মিথিলার সঙ্গে সৃজিতের সখ্যতা গড়ে ওঠে। ২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানকে বিয়ে করেন মিথিলা। তাদের সংসারে আইরা তেহরীম খান নামে এক কন্যাসন্তানেরও আগমন ঘটে। তবে দু’জনের বনিবনা না হওয়ায় ২০১৭ সালের মাঝামাঝি সময়ে বিচ্ছেদে যান তাহসান-মিথিলা।