|
প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্তও আসতে পারে : আমীর মোহাম্মদ আলামিন
প্রার্থীর ছেলের ধানের শীষে ভোট চাওয়া নিয়ে বিব্রত জামায়াত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খানের ছেলে যুবদলের কেন্দ্রীয় নেতা আরাফাত বিল্লাহ ধানের শীষে ভোট চাওয়ায় দলটির ভেতরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় জামায়াতের প্রার্থী কামরুল ইসলাম খান বিব্রত অবস্থায় পড়েছেন। গত শুক্রবার গৌরনদীতে বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দীন স্বপনের পক্ষে আয়োজিত জনসভায় অংশ নিয়ে ধানের শীষে ভোট চান আরাফাত বিল্লাহ। এ প্রসঙ্গে আরাফাত বিল্লাহ সাংবাদিকদের বলেন, ধানের শীষে ভোট চাওয়া আমার সাংগঠনিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই ধানের শীষের পক্ষে প্রচারণায় থাকবো। বাবা জামায়াত করেন, এটা তার ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত বিষয়ের থেকে রাজনীতি উর্ধ্বে।

জামায়াতে ইসলামী সূত্র জানায়, প্রায় ছয় মাস আগে কামরুল ইসলাম খানকে এই আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। অসুস্থ থাকা সত্ত্বেও তিনি এতদিন ধরে প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু তার ছেলের এই পদক্ষেপে দলের ভেতর আলোচনা ও অসন্তোষ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক গৌরনদী উপজেলা জামায়াতের এক নেতা বলেন, আমাদের প্রার্থীর ছেলে এতদিন আলোচনায় ছিলেন না। জহির উদ্দীন স্বপন মনোনয়ন পাওয়ার পর তিনি তার পক্ষে ভোট চান। বিষয়টি অনেক নেতাকর্মীই ভালোভাবে নিচ্ছেন না। জামায়াতের প্রার্থী কামরুল ইসলাম খান বলেন, আমার ছেলে অনেক আগে থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এ কারণে দলীয় ফোরামে আমাকে অনেক কথা শুনতে হচ্ছে। জামায়াতের গৌরনদী উপজেলা আমীর মোহাম্মদ আলামিন বলেন, এই আসনে জামায়াতের অবস্থান তুলনামূলক ভালো। তবে প্রার্থীর ছেলের ঘটনায় আমরা বিব্রত। বিষয়টি দলীয় ফোরামে আলোচনা হবে। প্রয়োজনে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্তও আসতে পারে। জামায়াতের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সাইফুল ইসলাম বলেন, দলীয় প্রার্থীর ছেলে বাবার বিপক্ষে ভোট চাইলে সেটা খুবই দুঃখজনক ঘটনা। এতে কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।
Post Views: ০
|
|