প্রচ্ছদ » স্লাইডার নিউজ » প্রার্থীতা ফিরে পেলেন বরিশাল কারাগারে থাকা ছাত্রলীগ নেতা মান্না
Sunday May 28, 2023 , 5:19 pm
মনোনয়ন পত্র বৈধ ঘোষণা হওয়ায় এলাকায় তার সমর্থকদের আনন্দ প্রকাশ
প্রার্থীতা ফিরে পেলেন বরিশাল কারাগারে থাকা ছাত্রলীগ নেতা মান্না
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জমে উঠল ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বচিন। হাইকোট থেকে প্রার্থীতা ফিরে পেয়েছেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রইজ আমেদ মান্না। একই সাথে মার্কাও পেয়েছেন তিনি। ঘুড়ি মার্কায় নির্বাচন করবেন। বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে কারাগার থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সদ্য বিলুপ্ত হওয়া মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না। তবে বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।পরে প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে আপিল করে রইজ আহমেদ মান্না। এ আপিলের প্রেক্ষিতে গত ২৮ মে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ২ নং ওয়ার্ডের কাউন্সিলের প্রার্থী রইজ আহমেদ মান্নার বাতিলকৃত মনোনয়ন বৈধ ঘোষণা করেন এবং তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিটানিং কর্মকতাকে নির্দেশ দেন। পরে রইজ আহমেদ মান্নাকে ঘুড়ি প্রতীক বরাদ্ধ করা হয়। এদিকে মনোনয়ন পত্র বৈধ ঘোষণা হওয়ায় এলাকায় তার সমর্থকরা আনন্দ প্রকাশ করেছেন।