Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১২:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার 
Sunday September 14, 2025 , 6:10 pm
Print this E-mail this

একসঙ্গে দুই বোনের সাফল্যে আনন্দে ভাসছে পরিবারটি

প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় প্রথমবার অংশ নিয়েই রাজবাড়ীর দুই বোন ডা. সিলমা সারিকা শশী ও ডা. সিলমা সুবাহ আরশী স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বিসিএসে একসঙ্গে দুই বোনের সাফল্যে আনন্দে ভাসছে পরিবারটি। শশী ও আরশী রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার বাসিন্দা রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক আক্কাস আলী মোল্লা এবং বালিয়াকান্দির মীর মশাররফ হোসেন কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রফেসর মালেকা আক্তার শিখা দম্পতির মেয়ে। তাদের নানা ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক মরহুম আব্দুল গফুর। তারা রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল এবং রাজবাড়ী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. মাহমুদুল হাসান তমালের ভাগ্নি। শশী ও আরশী তিন ভাইবোন। তাদের একমাত্র ভাই আশিক ইলাহি আলিফ রাজবাড়ী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। জানা গেছে, শশী ও আরশী দু’জনই ২০১৫ সালে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ২০১৭ সালে রাজবাড়ী সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। এরপর শশী ভর্তি হন ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) এবং আরশী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে (মিটফোর্ড)। ২০২২ সালে তারা এমবিবিএস সম্পন্ন করেন এবং পরে ইন্টার্নশিপ শেষে বিসিএসের প্রস্তুতি নেন। শশী ও আরশীর বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক আক্কাস আলী বলেন, আমার দুই মেয়ে ছোটবেলা থেকেই অনেক মেধাবী। তাদের স্বপ্ন ছিল চিকিৎসক হওয়া। সেই লক্ষ্য নিয়েই তারা পড়াশোনা করেছেন। আমি আর তাদের মা সবসময় মানসিকভাবে সাপোর্ট দিয়েছি। তারা একই বয়সী হওয়ায় এসএসসি ও এইচএসসি একই সঙ্গে দিয়েছেন এবং জিপিএ-৫ পেয়েছেন। শশী ময়মনসিংহ মেডিকেল ও আরশী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন। পরে তারা বিসিএসের প্রস্তুতি নেন এবং ৪৮তম বিসিএসে অংশ নিয়ে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত হন। এটি ছিল তাদের জীবনের প্রথম বিসিএস পরীক্ষা। আমি সবার কাছে আমার দুই মেয়ের জন্য দোয়া চাই। শশী ও আরশীর মামা, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল বলেন, আমার দুই ভাগ্নির একসঙ্গে বিসিএস জয় আমাদের জন্য আনন্দের। তারা যেন ভবিষ্যতে মানুষের কল্যাণে কাজ করতে পারেন, এটাই প্রত্যাশা। তাদের এই সাফল্যে বাবা-মা, ভাইবোনের পাশাপাশি ভবানীপুর গ্রামবাসীও আনন্দিত। তারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।




Archives
Image
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা
Image
প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার
Image
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম
Image
শহীদ মিনারে লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা
Image
যাবজ্জীবন বন্দিদের সাজা কমিয়ে মুক্তি দিতে চায় সরকার