|
পূনর্বাসন সংস্থা’র বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন
শামীম আহমেদ : ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন ও তার পরবর্তী সময়ে আওয়ামী লীগ সমর্থনকারী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিএনপি জামায়াত জোটের নির্যাতন নিপিড়ন, হত্যা, ধর্ষণে ক্ষতিগ্রস্থদের জন্য ‘পূনর্বাসন সংস্থা’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৬ জুন) বেলা ১২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা বরিশালের গৌরদনী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সরদার মনিরুজ্জামান মনির লিখিত বক্তব্যে বলেন, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন ও তার পরবর্তী সময়ে আওয়ামীলীগ সমর্থনকারী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিএনপি জামায়াত জোটের নির্যাতন নিপিড়ন, হত্যা ধর্ষন করা হয়েছে। তিনি বলেন, ওই সময় বিএমপি জামায়াত জোটের ত্রাসের রাজত্ব কায়েক করেছে। তারা হিন্দু সম্প্রদায়ের বিশেষ করে সংখ্যালঘু পরিবারের সদস্যদের ধর্ষন, হত্যা, নির্যাতন নিপিড়ন করেছে। তার সাক্ষি আমি নিজেই। ২০০১ সালের নির্বাচনের সময় বিএনপি জামায়াত জোট আমাকে কেন্দ্র থেকে তুলে নিয়ে নির্মম নির্যাতন করে। আমি সহ উপজেলা আওয়ামীলীগের একাধিক নেতাকর্মীকে তারা প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। তবে দির্ঘ দিনের এই নির্যাতিতদের কোন পূর্নবাসনের ব্যবস্থা হয়নি। আমি ব্যক্তিগতভাবে মনে করেছি এসব অবহেলিত রাজনৈতিক নেতাকর্মীদের বিপদে তাদের পাশে থেকে সাহায্য সহযোগীতা করবো। আর তাই এই পূর্নবাসন সংস্থা গঠন করা হয়েছে। তিনি আরো বলেন, ২০০১ সালের নির্বাচন ও এর পরবর্তী সময়ে গৌরনদী, আগৈলঝাড়া ও শরিকল ইউনিয়নে সব চেয়ে বেশী সংখ্যালঘু নির্যাতনের শিকার হয়েছে। তাই প্রথমে এই এলাকাগুলোর মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। তিনি আরো জানান, মেসার্স ডলার শিপিং লাইন্স কোম্পনী ও মেসার্স ই- আলী শিপিং লাইন্স কোম্পনীর উপদেষ্টা হিসেবে থেকে তিনি তাদের কাছ থেকে কিছু আর্থিক সুবিধা পাচ্ছেন। এই অর্থ তিনি রাজনৈতিক কর্মকান্ডে নির্যাতনের শিকার ও অহসায় নেতাকর্মীদের প্রদান করবেন। সংবাদ সম্মেলনে গৌরনদী উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Post Views: ০
|
|