Current Bangladesh Time
বুধবার অক্টোবর ৮, ২০২৫ ১:২১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘পুষ্পকলির কথা’ ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার জন্য লেখা আহ্বান 
Monday November 4, 2019 , 8:33 pm
Print this E-mail this

‘পুষ্পকলির কথা’ ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার জন্য লেখা আহ্বান


সুপ্রিয় বন্ধুরা,
আগামী ১০ই নভেম্বর ২০১৯ইং তারিখের মধ্যে আপনার সেরা লেখাটি পাঠিয়ে দিন puspokolirk@gmail.com মেইল নাম্বারে।

‘পুষ্পকলির কথা’ ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা একটি ভিন্নধর্মী পত্রিকা হিসেবে আপনাদের মাঝে উপস্থাপন করার সর্বোচ্চ চেষ্টা। আপনাদের সকলের প্রচেষ্টায় পত্রিকাটি পৌঁছে যেতে পারে দুই বাংলার সেতু বন্ধন হিসেবে পাঠক কূলের জনপ্রিয়তার শীর্ষে। 
প্রধান আকর্ষন হলো, আপনাদের শিশু ও কিশোর সন্তানদের মাঝে লুকিয়ে থাকা প্রতিভা এই পত্রিকার মাধ্যমে বিশ্বের সকল পাঠকের দরবারে পৌঁছে দেয়া। কাজেই আপনাদের সন্তানদের কাঁচা হাতের সৃষ্টি গল্প, কবিতা, ছড়া পুষ্পকলির কথা’র মেইলে পাঠিয়ে দিন।

শিশু কিশোরদের জন্য এ সংখ্যার বিষয়ঃ
মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, বিজয় দিবস, বাংলাদেশের প্রকৃতি, ফুল, ফল, স্বাধীনতা, পিতা-মাতা, শিক্ষক, সহপাঠী, লেখাপড়া, আমাদের গ্রাম। এছাড়াও অন্য যেকোনো বিষয় লিখে পাঠাতে পারেন। তবে বিষয়ভিত্তিক লেখা প্রাধান্য পাবে। 
* গল্পঃ (২০০ শব্দের মধ্যে) 
* কবিতা ও ছড়া ( ৬ থেকে ৮ লাইনের মধ্যে)। 
* লেখকের নাম, স্কুলের নাম, শ্রেনী ও রোল নাম্বার, থানা ও জিলা, পাসপোর্ট সাইজের এক কপি ছবি সহ যোগাযোগের ঠিকানা সংযুক্ত করে লেখা পাঠাতে হবে। মেইলে স্পষ্ট ‘বিষয়ের’ নাম উল্লেখ করতে হবে।

নবীন প্রবীন লেখকদের জন্যঃ
শিশু ও কিশোর উপযোগী লেখা প্রাধান্য পাবে। 
* গল্প (সর্বোচ্চ ৩০০ শব্দ) , 
* কবিতা (৮ থেকে ১২ লাইন), 
* ছড়া (৮ থেকে ১২ লাইন), 
* প্রবন্ধ (৩০০ শব্দ), 
* রম্য রচনা (২০০ শব্দ), 
* ভ্রমণ কাহিনী (৩০০ শব্দ)
*মেইলে ‘বিষয়’ স্পষ্ট উল্লেখ করতে হবে। লেখক পরিচিতিতে নাম, ফোন নাম্বার, মেইল আইডি ও যোগাযোগের সুস্পষ্ট ঠিকানা উল্লেখ করতে হবে।

** লেখা পাঠানোর শেষ তারিখঃ ১০ই নভেম্বর ২০১৯ইং।
** লেখা পাঠানোর ইমেইলঃ puspokolirk@gmail.com

ধন্যবাদান্তে,
শামীমা সুলতানা
প্রকাশক ও সম্পাদক,
পুষ্পকলির কথা।




Archives
Image
বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, আহত ৫
Image
বরিশালে পুলিশের সামনেই খুন হয় স্বেচ্ছাসেবক দলনেতা লিটু
Image
মেধাবী খুদে ক্রিকেটার রিয়ানের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
এনএসসি মনোনীত নতুন বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা
Image
পদার্থে নোবেল পেলেন মার্কিন তিন বিজ্ঞানী