Current Bangladesh Time
সোমবার জুলাই ৭, ২০২৫ ৯:২৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিস্তল ঠেকিয়ে মেয়র প্রার্থীর কর্মীদের মারধরের অভিযোগ, আহত ৩ 
Monday May 15, 2023 , 7:49 am
Print this E-mail this

কিছুই জানেন না বলে জানান, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না

পিস্তল ঠেকিয়ে মেয়র প্রার্থীর কর্মীদের মারধরের অভিযোগ, আহত ৩


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের পক্ষে প্রচার চালানোর সময় তিন কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্নার বিরুদ্ধে। রোববার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে নগরীর বাশেরহাট খোলা এলাকার এ ঘটনা ঘটে। আহতরা হলেন, নৌকার কর্মী হালিম, মনা ও জাহিদুল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতরা জানান, রাতে বাশেরহাট খোলা এলাকা থেকে রিকশায় করে নৌকার প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে যাবার সময় ছাত্রলীগ নেতা মান্না ও তার অনুসারীরা পথরোধ করেন। এ সময় মান্না মাথায় পিস্তল ঠেকায় ও অনুসারীরা বেধড়ক কুপিয়ে জখম করেন। এদিকে হামলার ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে জানান, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না। তিনি বলেন, আমি পাঁচদিন ধরে সিসি ক্যামেরার আওতায় আছি। বর্তমান মেয়র যাতে বরিশালে আসতে না পারে সেজন্য এটা একটি চক্রের ষড়যন্ত্র। এ ব্যাপারে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, হামলার বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে রইজ আহম্মেদ মান্নার বিরুদ্ধে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি করেন নৌকার এক কর্মী। ওই অভিযোগেও মান্নার বিরুদ্ধে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে নৌকার পক্ষে কাজ না করতে হুঁশিয়ারি দেওয়ার কথা উল্লেখ করা হয়।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা