Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৫:৩০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর মেয়র মালেক ও তার স্ত্রীসহ ২৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা 
Thursday March 18, 2021 , 5:21 pm
Print this E-mail this

জ্ঞাত আয়বহির্ভূত ৩৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৯৩২ টাকা সম্পদ অর্জনের অভিযোগ

পিরোজপুর মেয়র মালেক ও তার স্ত্রীসহ ২৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেক এবং তার স্ত্রী নীলা রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে বরিশালের দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: আলী আকবর বাদী হয়ে মামলা দুটি করেন। জ্ঞাত আয়বহির্ভূত ৩৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৯৩২ টাকা সম্পদ অর্জনের অভিযোগে করা একটি মামলায় পৌর মেয়র মালেক ও তার স্ত্রী নীলা রহমানকে আসামি করা হয়। অপর একটি মামলায় পৌর মেয়র মালেক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক (সাবেক) তরফদার সোহেল রহমান, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম বাতেনসহ ২৭ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক সুবিধা নিয়ে অবৈধভাবে পৌরসভায় ২৫ জন জনবল নিয়োগ দেয়ার অভিযোগ আনা হয়। মামলাটির অন্য আসামিরা হলেনে-পিরোজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, পৌর সভার সচিব (অন্যত্র বদলী) মাসুদ আলম, ক্যাশিয়ার (প্রমোশন হিসাব রক্ষক) মাইনুল ইসলাম, সহকারী কর আদায়কারী (প্রমোশন স্টোর কিপার) মাহাবুবুর রহমান, নিম্নমান সহকারী শারাফাতুন মান্নান, সহকারী কর নির্ধারক ওয়াদুদ খান, সহকারী কর নির্ধারক মিজানুর রহমান, টিকাদানকারী ফরহাদ হোসেন মল্লিক, সহকারী কর আদায়কারী মেহেদি হাসান চপল, সহকারী কর আদায়কারী রাশিদা বেগম, বাজার আদায়কারী রাজু আহমেদ, বাতি পরিদর্শক রবিউল আলম, অফিস সহকারী মাকসুদা খানম, ফটোকপি অপারেটর আনোয়ার হোসেন, টিকাদনকারী জামিউল হক, টিকাদানকারী লাইজু আক্তার, টিকাদানকারী রেক্সোনা মজুমদার, টিকাদানকারী জান্নাতুল ফেরদৌসী, নৈশপ্রহরী ফজলুল হক, নৈশপ্রহরী নজরুল ইসলাম, পিয়ন খাদিজা বেগম, পিয়ন দীপক কুমার পাল, সহকারী কর আদায়কারী মিজানুর রহমান মিন্টু এবং প্রহরী রনজিত। পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নীলা রহমানের বিরুদ্ধে আজ দায়ের হওয়া মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, জ্ঞাত আয়বহির্ভূত ৩৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৯৩২ টাকা সম্পদ অর্জনের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৭ ডিসেম্বর সম্পদের বিবরণী চেয়ে পৌর মেয়র মালেক, স্ত্রী নীলা রহমান, মেয়ে নওরীন আক্তার ও ছেলে ফয়সাল রহমানের নামে দুদক থেকে নোটিশ দেয়া হয়।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস