|
প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু
পিরোজপুর কাউখালী বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বুধবার রাতে উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ কমপ্লেক্সে মাঠে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভায় বক্তব্য রাখেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।প্রধান বক্তার বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুর শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির জেপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল মাহফুজ পায়েল, কাউখালী থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, ইউপি চেয়ারম্যান সিকদার মোঃ দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ লাইকুজ্জামান মিন্টু তালুকদার, কাউখালী উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম রতন, কাউখালী দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নুরুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ সোয়াইব সিদ্দিকী, কাউখালী উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম তালুকদার প্রমুখ।
Post Views: ০
|
|