Current Bangladesh Time
শুক্রবার জানুয়ারি ১৬, ২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর ইন্দুরকানীর অর্ধশতাধিক ইউপি সদস্যরা বিএনপিতে যোগদান 
Tuesday January 13, 2026 , 5:31 pm
Print this E-mail this

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তারা বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে চান

পিরোজপুর ইন্দুরকানীর অর্ধশতাধিক ইউপি সদস্যরা বিএনপিতে যোগদান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের ইন্দুরকানীতে তিন ইউপি চেয়ারম্যান সহ অর্ধশতাধিক ইউপি সদস্যরা বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (জানুয়ারি ১৩) বিএনপির কেন্দ্রীয় দলীয় কার্যালয় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিএনপির স্থায়ী কমিটি সদস্য সেলিনা রহমান, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কমিটি সদস্য বিলকিস জাহান শিরিন, পিরোজপুর-১ আসনের ধানের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলগমীর হোসেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মো: নজরুল ইসলাম খান, সদস্য সচিব মো: সাইদুল ইসলাম কিসমত, সাবেক জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদ্জ্জুামান লাভলু সহ কেন্দ্রীয় ও জেলা বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় তারা ফুল দিয়ে তাদেরকে বরণ করে নেন।

এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। আনুষ্ঠানিকভাবে যোগদান করেন ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু,পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহীন হাওলাদার, ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন সহ ৫টি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্য সহ অন্যান্য বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা যোগদান করেন। নেতাকর্মীরা বলেন, বর্তমানে পিরোজপুর জেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম বেশ জোরালো হয়েছে। বিশেষ করে পিরোজপুর-১ আসনে দীর্ঘ ২৯ বছর পর বিএনপির দলীয় প্রার্থী (অধ্যক্ষ আলমগীর হোসেন) ঘোষণা করার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। এর ফলে ইন্দুরকানীসহ আশেপাশের এলাকাগুলোতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিএনপিতে যোগদানের প্রবণতা বাড়ছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তারা বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে চান।




Archives
Image
আগামী ১২ ফেব্রুয়ারিই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রধান উপদেষ্টা
Image
শীতের রাতে চুলকানি বাড়ে কেন? জানুন সমাধান
Image
থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২, আহত ৩০
Image
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি
Image
বরিশালের ঐতিহ্যবাহী লালার দীঘির পাড় দখল করে হাউজিং প্রকল্প