Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের মঠবাড়িয়ায় গভীর রাতে একটি মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা! 
Thursday March 5, 2020 , 12:00 pm
Print this E-mail this

প্রতিপক্ষকে ফাঁসাতে অগ্নি সংযোগের ঘটনা ঘটানো হয়েছে কিনা তার তদন্ত চলছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় গভীর রাতে একটি মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি সর্বজনীন মন্দিরে গভীর রাতে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বত্তরা। আগুনে মন্দিরের হারমোনিয়া, ঢোল, সৌর বিদ্যুতের দুটি ব্যাটারিসহ অন্যন্য সামগ্রী পুড়ে গেছে। এ সময় মন্দির থেকে দুইশত ফুট দূবে এক কৃষকের বাড়ির দুইটি খড়ের গাদায় আগুন লাগিয়ে ভস্মীভূত করে দুবৃত্তরা। মঙ্গলবার দিনগত গভীর রাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনীয় গ্রামের সর্বজনীন সেবাশ্রম ও মন্দিরে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মন্দির কমিটির সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বেপারী জানান, ১৯৯২ সালের গোলবুনীয় গ্রামের ৫ শতাংশ জমিতে সর্বজনীন সেবাশ্রম ও মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মন্দির প্রতিষ্ঠার পর গ্রামের হিন্দু সম্প্রদায় সম্মিলিতভাবে এখানে প্রতিবছর দুর্গাপূজা, সরস্বতী পূজা, বাৎসরিক কীর্তনসহ নানা পূজার আয়োজন করে থাকেন। মঙ্গলবার গভীর রাতে কে বা কারা অগ্নি সংযোগ করলে মন্দিরের মালামাল পুড়ে ছাই হয়। এ সময় দুর্বৃত্তরা মন্দির সংলগ্ন কৃষক বন বিহারী মন্টু বেপারীর বাড়ির খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। এদিকে মন্দিরে অগ্নি সংযোগের খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা চেয়ারম্যান মো: রিয়াজ উদ্দিন গতকাল বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। মঠবাড়িয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ বেপারী, সাধারণ সম্পাদক শ্রী পঙ্কজ সাওজাল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, উপাসনালয়ে অগ্নি সংযোগ দুঃখজনক, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীর যথাযথ বিচারের দাবি জানান তারা। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে প্রতিপক্ষকে ফাঁসাতে অগ্নি সংযোগের ঘটনা ঘটানো হয়েছে কিনা তার তদন্ত চলছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস