প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে ৭ ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
Sunday March 5, 2023 , 5:51 pm
প্রস্তুতিমূলক সভার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা
পিরোজপুরের কাউখালীতে ৭ ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার দুপুরে (মার্চ ৫) উপজেলা সভাকক্ষে ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মহাসিন কবির, শিক্ষক নেতা লিটন কৃষ্ণ কর, সরকারি কাউখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।