Current Bangladesh Time
বৃহস্পতিবার মার্চ ২৮, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ নির্নয় 
Wednesday August 31, 2022 , 9:26 pm
Print this E-mail this

অসহায় দুঃস্থ মানুষের পাশে দাড়ানো-ই হলো একজন জনপ্রতিনিধির দায়িত্ব-মৃদুল আহম্মেদ সুমন

পিরোজপুরের কাউখালীতে ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ নির্নয়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কাউখালী ব্লাড, অক্সিজেন ব্যাংক ও জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কাউখালী উপজেলার ৩৩ টি স্কুল-মাদ্রাসা-কলেজের সর্বস্তরের ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্নয়ের উদ্যোগ গ্রহণ করেছে কাউখালী ব্লাড, অক্সিজেন ব্যাংক ও জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন। বুধবার দুপুরে উপজেলার উত্তর নিলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী ।প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মিজানুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন কাউখালী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আখতারুজ্জামান, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি মো: তারিকুল ইসলাম পান্নু, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমূখ। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় সামাজিক রাজনৈতিক ও গন্যামন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময়ে উক্ত প্রতিস্ঠানের ১৮০জন শিক্ষার্থীদের রক্তের গ্রূপ নির্নয় করে টেস্টের রির্পোট শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। এ বিষযে কাউখালী ব্লাড, অক্সিজেন ব্যাংক ও জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মৃদুল আহম্মেদ সুমন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাজীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনেও রক্তের গ্রুপ নির্নয় অপরিহায্য বিষয়। অনেক শিক্ষার্থী আছেন যারা টাকার অভাবে রক্তের গ্রুপ নির্নয় করতে পারে না বিধায় আমার এ উদ্যোগ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি করোনাকালীন সময় থেকে অদ্যাবদি এ কাযক্রম চালিয়ে আসছি। অসহায় দুঃস্থ মানুষের পাশে দাড়ানো-ই হলো একজন জনপ্রতিনিধির দায়িত্ব। আর এ দায়িত্ববোধ থেকেই আমার কাযক্রম চালিয়ে যাচ্ছি।




Archives
Image
কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে চার কিশোরসহ সাতজন অপহরণ
Image
বরিশালে রাস্তার পাশের ঝোপ থেকে নবজাতককে উদ্ধার
Image
স্যাটেলাইট ট্যাগ নিয়ে বরিশালের নদীতে ঘুরছে সুন্দরবনের কুমির
Image
ঈদে যানবাহনে ভাড়া কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা