সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখা
পিরোজপুরের কাউখালীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্র্যাকের যৌথ উদ্যোগে মঙ্গলবার বিকেলে উপজেলা হল রুমে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক সমন্বয় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, মহিলা বিষয় কর্মকর্তা নুসরাত জাহান, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, নারী নেত্রী সুনন্দ সমাদ্দার, ব্রাক কর্মকর্তা বিকাজন বিশ্বাস, হাবিবুর রহমান, মিঠুন দত্ত সহ আরো অনেকেই।