প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন
Monday August 15, 2022 , 5:16 pm
বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাহফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত
পিরোজপুরের কাউখালীতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত। সোমবার (আগস্ট ১৫) সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য অর্পন করেন কাউখালী উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা মিলনায়তনে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা চেয়ারম্যান মোঃ আবু সাঈদ মিঞা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস শহীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকতা বনি আমিন, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শাহাজাদী রেবেকা শাহিন চৈতী প্রমুখ। এ সময় ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাহফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।