|
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৮/১০ জন ডায়রিয়া রোগী ভর্তি আছে
পিরোজপুরের কাউখালীতে দিন দিন বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে দিন দিন ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। সোমবার দুপুরে (এপ্রিল ১৭) কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে জানা গেছে, দিন দিন ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ জন ডায়রিয়া রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে। হাসপাতালে ভর্তি ডায়রিয়া রোগী রিয়া আক্তার (২০) ও খলিলুর রহমান (৫৫) জানান, হাসপাতাল থেকে ডায়রিয়ার চিকিৎসা নিচ্ছে এবং হাসপাতাল থেকে তাদের ওষুধ সরবরাহ করছে। বর্তমানে ৮/১০ জন ডায়রিয়া রোগী ভর্তি আছে। উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ডাক্তার দীপ্ত কুণ্ড জানান, ফলমূলে অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার করা হয়। এ সমস্ত ফলমূল খেলে ডায়রিয়া হতে পারে। পানি বাহিত রোগ ডায়রিয়ার অন্যতম কারণ। ডায়রিয়া হলে কাঁচা কলা খেতে হবে, পর্যাপ্ত পরিমান স্যালাইন ও জিং ট্যাবলেট খেতে হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা জানান, অতিরিক্ত গরম, হজমের সমস্যা, ময়লা পানি ব্যবহার ও পচা তরমুজ খেয়ে অনেকেই ডায়রিয়া আক্রান্ত হয়ে পড়েছে। তিনি বলেন, প্রচুর পরিমাণ পানি খেতে হবে ও গরম এড়িয়ে চলতে হবে। জরুরী কাজ ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না পাশাপাশি তরমুজ না খাওয়ার পরামর্শ দেন। ডায়রিয়া সংক্রান্ত ওষুধ হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ আছে।
Post Views: ০
|
|