Current Bangladesh Time
সোমবার ডিসেম্বর ২২, ২০২৫ ৬:৩৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে দাশেরকাঠী-উত্তর বাজার-উজিয়ালখান সড়কের বেহাল দশা 
Monday August 22, 2022 , 1:48 pm
Print this E-mail this

রাস্তাটি জরুরীভাবে পুনর্নির্মাণ করা না হলে কয়েকটি গ্রামের মানুষের ভোগান্তির শেষ থাকবে না

পিরোজপুরের কাউখালীতে দাশেরকাঠী-উত্তর বাজার-উজিয়ালখান সড়কের বেহাল দশা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী-দাশেরকাঠী-উত্তর বাজার সড়কের উজিয়ালখান বেইলী ব্রীজ হইতে উত্তর বাজার পর্যন্ত এক কিলোমিটার সড়কের বেহাল দশা। সড়কটি দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার লোক যাতায়াত করে এবং যানবাহনও চলাচল করে। সড়কটি দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা চলাচল করে। রাস্তাটির বিভিন্ন জায়গা থেকে কচুয়াকাঠী খালে ভেঙে পড়েছে। রাস্তাটি ভেঙে এতটা সরু হয়ে গেছে যে, একটি রিকশা চলতেও সমস্যা হয়। রাস্তাটি ভেঙে খালে পড়েছে। যে কোন সময় রাস্তাটি কচুয়াকাঠী খালে বিলীন হয়ে যাবে। স্থানীয় ব্যবসায়ী তাজুল ইসলাম জানান, এই অতি গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে কাউখালী কলেজ, মহিলা কলেজ, বালক বিদ্যালয়, বালিকা বিদ্যাললের শিক্ষার্থীসহ মথুয়া আশ্রম এবং উপজেলাগামী জনসাধারণ যাতায়াত করে। রাস্তাটি জরুরীভাবে পুনর্নির্মাণ করা না হলে কয়েকটি গ্রামের মানুষের ভোগান্তির শেষ থাকবে না। তিনি আরো বলেন, রাস্তাটি পুনর্নির্মাণের দাবীতে এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও সংস্কার কিংবা পুনর্নির্মাণের আওতায় আনা সম্ভব হয়নি। স্থানীয় ইউপি সদস্য রুবেল রিয়াজী জানান, রাস্তাটিতে বড় বড় খানা-খন্দকের সৃষ্টি হওয়ার কারণে জনগণের ভোগান্তির শেষ নেই। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাই রাসেল বলেন, রাস্তাটির ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যের একান্ত সচিবকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলে খুব শীঘ্রই পুনর্নির্মাণের কাজ হাতে নেয় হবে।




Archives
Image
বরিশালে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন
Image
বরিশাল ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
Image
বরিশালে বিয়ের কথা বলে ধর্ষণ, ভিডিও ধারণ ও হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা
Image
সংঘবদ্ধ হামলায় আতঙ্কে গণমাধ্যম ও সংস্কৃতিকর্মীরা
Image
রাষ্ট্রীয় শোক দিনে বরিশালে আনন্দ-উল্লাসে মাতলো রেনাটা ফার্মাসিউটিক্যাল!