প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
Friday July 1, 2022 , 6:48 pm
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা বিতরণ
পিরোজপুরের কাউখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি প্রণোদনা বিতরণ করেন পিরোজপুর জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: খালেদা খাতুন রেখা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদ, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি আমিন, কৃষি কর্মকর্তা আলী আজম শরীফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, দেলোয়ার হোসেন সিকদার, লাইকুজ্জামান মিন্টু, আবু সাঈদ সহ আরো অনেকেই।