Current Bangladesh Time
বুধবার এপ্রিল ১৭, ২০২৪ ৩:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
Wednesday November 3, 2021 , 11:10 pm
Print this E-mail this

পিতার সাথে অভিমান করে আত্মহত্যা করে স্কুলছাত্র মেহেদী

পিরোজপুরের কাউখালীতে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে মো: মেহেদী হাসান (১৭) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন স্বজনরা। নিহত ওই স্কুল ছাত্র উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দি গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র। ঘটনাটি ঘটেছে বুধবার (৩ নভেম্বর) রাত পৌনে দশটার দিকে। নিহত ওই স্কুল ছাত্রকে ওই রাতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন। সে উপজেলার জয়কুল কারিগরি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র। নিহতের পরিবার, থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে পরিবরের লোকজন খাবার খেতে বসে তাঁকে খাবার খেতের ডাকেন। কিন্তু কোন সাড়া-শব্দ না পেয়ে তাঁর কক্ষে গিয়ে তাঁকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু বলে ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের কর্তব্যরত চিকিৎসক আরিফা সিদ্দিকী জানান, তাঁকে মৃত্যু অবস্থায়  হাসপাতারে নিয়ে আসা হয়েছিলো। স্থানীয় একটি সূত্র জানান, করোনায় দীর্ঘ স্কুল বন্ধ থাকায় পিতা তাঁকে নিজ বাড়ির সামনে একটি কনফেকশনারী (বেকারীর) দোকান দিয়ে দেন। ঘটনার দিন সন্ধ্যায় সে (মেহেদী) তাঁর দোকানে বসে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলো। এসময় পিতা তাঁকে দোকানের বেচা-কেনার টাকা দিয়ে কি করে জানতে চাইলে সে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। এতে পিতার সাথে অভিমান করে আত্মহত্যা করে। কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: বনি আমিন জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণের কাজ চলছে।

 

 




Archives
Image
৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
Image
বরগুনার তালতলী ছাত্রলীগের সম্পাদকের আপত্তিকর ভিডিও ভাইরাল
Image
বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগরে হিন্দু সনাতন সম্প্রদায়ের স্নান উৎসব
Image
পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার
Image
স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রী’র ফাঁস!