Current Bangladesh Time
সোমবার নভেম্বর ১৭, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে একটি বিদ্যালয়ে ৬ জন শিক্ষার্থীর জন্য ৩ জন শিক্ষক 
Wednesday April 23, 2025 , 5:29 pm
Print this E-mail this

শিক্ষকদের আগ্রহ কম, কারণ তারা তো মাস গেলে বেতন পাচ্ছে, ভর্তির ব্যাপারে আগ্রহ নেই

পিরোজপুরের কাউখালীতে একটি বিদ্যালয়ে ৬ জন শিক্ষার্থীর জন্য ৩ জন শিক্ষক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ জন শিক্ষক ও ৬ জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ের কার্যকলাপ চলছে। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান জব্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গিয়ে দেখা গেছে, বিদ্যালয়টিতে ৩জন শিক্ষক রয়েছে ও ছাত্রছাত্রীর উপস্থিতি সংখ্যা মাত্র ৬ জন। বিদ্যালয়ের কাগজে-কলমে দেখা গেছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোন ছাত্র-ছাত্রী নেই, তৃতীয় শ্রেণীতে দুইজন ছাত্রী, চতুর্থ শ্রেণীতে একজন ছাত্র ও একজন ছাত্রী এবং পঞ্চম শ্রেণীতে দুইজন ছাত্র ও দুইজন ছাত্রী সব মিলিয়ে বিদ্যালয়টিতে কাগজে-কলমে ৭ জন ছাত্র-ছাত্রী রয়েছে। এলাকার বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবকরা জানান, বিদ্যালয়ের শিক্ষকদের আগ্রহ কম। কারণ তারা তো মাস গেলে বেতন পাচ্ছে। বিদ্যালয়ের আশেপাশে ছাত্র-ছাত্রীদের ভর্তির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না, পক্ষান্তরে মাদ্রাসাগুলোর শিক্ষকরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্রছাত্রীদের মাদ্রাসা ভর্তি করার চেষ্টা করে। নাম প্রকাশে অনিচ্ছু এক নারী অভিভাবক জানান, শিক্ষকদের আগ্রহ কম থাকার কারণে বিদ্যালয়টিতে ছাত্রছাত্রী কমে গেছে। এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর সিকদার জানান, ভৌগলিক অবস্থা ও যাতায়াত ব্যবস্থা খারাপ থাকার কারণে বিদ্যালয়টিতে ছাত্রছাত্রী কমে যাচ্ছে। সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ জানান, ভৌগোলিক সমস্যার পাশাপাশি শিক্ষকরা যদি আন্তরিক হত তাহলে উক্ত বিদ্যালয় ছাত্রছাত্রী সংখ্যা বৃদ্ধি পেত। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। যে বিদ্যালয়ে ২০ জনের কম শিক্ষার্থী রয়েছে তাদের নিকটতম সরকারি প্রাথমিক বিদ্যালয় সমন্বয় করা হইবে। এ ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।




Archives
Image
শেখ হাসিনার রায় : ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা
Image
নারীদের মর্যাদা বৃদ্ধিতে বরিশালে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’র ব্যতিক্রম উদ্যোগ
Image
আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবীন চৌধুরী
Image
বরিশালে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
Image
বরিশালে ইয়াবাসহ চিহ্নিত নারী মাদক কারবারি যুথি আটক