ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, আসার পর বিস্তারিত বলা যাবে-ওসি (তদন্ত) মামুন
পটুয়াখালীর বাউফলে দুই সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টা!
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর বাউফলে দুই সন্তানের জননীকে (৩২) ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে। সোহরাব মোল্লা (৩৫) নামের তিন সন্তানের এক জনক তাকে ধর্ষণের চেষ্টা করেন। শুক্রবার সন্ধ্যায় বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামে এ ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার সময় দুই সন্তানের ওই জননী তার বেড রুমে ছিলেন। এসময় একই গ্রামের মৃত আয়েন আলী মোল্লার ছেলে সোহরাব মোল্লা তার ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এসময় তিনি ডাক চিৎকার দিলে সোহরাব পালিয়ে যান। সোহরাব মোল্লা তিন সন্তানের জনক এবং ওই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। আতশখালী গ্রামের ইউপি সদস্য মোঃ ফিরোজ হাওলাদার বলেন, ‘ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা যাচাই করতে আমাকে ওই বাড়িতে পাঠিয়েছিলেন। ঘটনা সত্য।’ এ ব্যাপারে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক ফকির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি উভয় পক্ষকে ডেকে ফয়সালা করে দেয়ার কথা বলেছি।’ বাউফল থানার ওসি (তদন্ত) মামুন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসার পর বিস্তারিত বলা যাবে।’