Current Bangladesh Time
রবিবার নভেম্বর ৯, ২০২৫ ৮:৫২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতির হাতের কবজি কর্তনের অভিযোগ 
Thursday November 5, 2020 , 5:21 pm
Print this E-mail this

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, অভিযুক্তদের গ্রেপ্তারের চেস্টা চলছে, মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতির হাতের কবজি কর্তনের অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি জুয়েল প্যাদার (৩৫) এক হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। তার ডান হাত ও দুই পাসহ শরীরের বিভিন্নস্থানে কোপানো হয়েছে। স্বজনরা আহত জুয়েলকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। সেখান থেকেও গভীর রাতে তাকে ঢাকায় পাঠানো হয়। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে ওই উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। জুয়েল প্যাদা পূর্ব রজপাড়া গ্রামের ফারুক প্যাদার ছেলে। আহতের স্বজনরা জানান, বুধবার রাতে জুয়েল কলাপাড়া বাজার থেকে নিজ বাড়ি যাচ্ছিলো। পথিমধ্যে পূর্ব রজপাড়া এলাকায় হাওলাদার বাড়ির সামনে পৌঁছলে একদল দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়। তারা কুপিয়ে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে এবং ডান হাত ও দুই পা সহ শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে মৃত ভেবে ফেলে পালিয়ে যায়। স্বজনরা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১টার দিকে চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন। বর্তমানে তিনি ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সুপার বলেন, অভিযান চালিয়ে বশির চৌকিদার ও সোহেল হাওলাদার গ্রেফতার করা হয়েছে। তাদের নিকট থেকে হামলার কাজে ব্যবহৃত একটি ছোরা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। অন্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে কেটে নেয়া হাত এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আহতের ছোট ভাই জাকারিয়া প্যাদা জানান, তার ভাই জুয়েল প্যাদা আসন্ন নির্বাচনে স্থানীয় টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন। এছাড়া তার ভাইয়ের বাধার কারণে অনেকেই এলাকায় মাদক ব্যবসা করতে পারছিলেন না। এ কারণে তারা হত্যার উদ্দেশ্যে জুয়েল প্যাদার ওপর এই হামলা চালিয়েছে। কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মো: ইকবাল হোসাইন জানান, তার অবস্থা আশংকাজনক। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  অভিযুক্তদের গ্রেপ্তারের চেস্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।




Archives
Image
চাকরি ফিরে পেতে বরিশালে থালা-বাটি নিয়ে অবস্থান ও বিক্ষোভ
Image
প্রার্থী ঘোষণার মাধ্যমে সরোয়ারের প্রত্যাবর্তন, বরিশাল বিএনপিতে ঐক্যের সুর
Image
ডিসেম্বরেই খুলে দেওয়া হবে বরিশালের ‘গোমা সেতু’
Image
পিরোজপুরের ৩টি আসনের মধ্যে দুটিতে বিএনপির প্রার্থী ঘোষণা
Image
রাস্তা সংস্কারের দাবিতে বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন