Current Bangladesh Time
রবিবার নভেম্বর ৯, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীর ইউএনও’র সহযোগিতায় সন্তান ফিরে পেলেন মা 
Saturday May 2, 2020 , 11:19 pm
Print this E-mail this

ছেলে না হয়ে মেয়ে হওয়ার কারণেও তাকে নির্যাতন সহ্য করতে হয়েছে, বর্তমানে কন্যা  নাবিলার বয়স তিন বছর

পটুয়াখালীর ইউএনও’র সহযোগিতায় সন্তান ফিরে পেলেন মা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পারিবারিক কলহের শিকার হয়ে নির্যাতিতা এক নারীর পাশে দাঁড়িয়ে তার তিন বছরের কন্যা সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লতিফা জান্নাতী। আজ শনিবার সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান, সদর উপজেলা প্রশাসন ও নির্যাতিতা নারী সাথী বেগম। জানা যায়, গত মঙ্গলবার তৃতীয় রোজার দিন সংসারের কাজ নিয়ে শ্বাশুরী হাসিনা বেগমের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে শ্বশুর ও শ্বাশুরী মিলে ইফতার না করিয়ে এলাকাবাসীর উপস্থিতিতে কোলের সন্তান কেড়ে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সাথি আক্তারকে। পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কুরিপাইকা গ্রামের বাবুল হাওলাদারের ছেলে বেল্লাল হাওলাদারের সঙ্গে পাঁচ বছর পূর্বে বিয়ে হয় গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের খারিজ্জমা গ্রামের রুহুল আমিন খানের মেয়ে সাথী আক্তারের।ভালোই কাটছিলো তাদের দিন। একটি কন্যা সন্তানও জন্ম নেয় তাদের ঘরে। ছেলে না হয়ে মেয়ে হওয়ার কারণেও তাকে নির্যাতন সহ্য করতে হয়েছে। বর্তমানে কন্যা  নাবিলার বয়স তিন বছর। এর আগেও শ্বশুর বাড়ির লোকদের নির্যাতনের কারণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কয়েক দফায় শালিসি করলেও তা মেনে নেয়নি শ্বশুর পক্ষের লোকজন। সাথী আক্তার বলেন, আমি আমার মেয়ে কোলে পেয়েছি, একজন মায়ের কাছে এর চেয়ে আর শান্তির কি হতে পারে? ইউএনও স্যার ব্যবস্থা না করলে পেতামই না। আমি আশা করি এখন কিছু একটা সমাধান হবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, ওই নারী স্থানীয় আত্মীয়দের মাধ্যমে আমার কাছে মেসেঞ্জারে তার নাম ঠিকানা মোবাইল নম্বর পাঠালে, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করি এবং ব্যবস্থা গ্রহণ করার জন্য বলি। বিষয়টি তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়া হয় এবং তার কন্যা সন্তান তার কাছে ফিরিয়ে দেয়া হয়। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সুষ্ঠু সমাধান করা হবে। তাকে আইনি সকল সহযোগিতা প্রদান করা হবে। উল্লেখ্য, করোনা পরিস্থিতি মোকাবেলা ও খাদ্য সহায়তা বিতরণের অনেক কাজের চাপ থাকা সত্বেও নারী ও শিশু প্রতি সহিংসতা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে সমন্বয়সহ সরকারি দাপ্তরিক বিভিন্ন কাজে কঠোর শ্রম দিয়ে যাচ্ছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও লতিফা জান্নাতী।




Archives
Image
বরিশালে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ নারী আটক
Image
স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত : সরোয়ার
Image
বরিশালে মৎস্য বিভাগের জব্দ করা জাটকা লুট!
Image
চাকরি ফিরে পেতে বরিশালে থালা-বাটি নিয়ে অবস্থান ও বিক্ষোভ
Image
প্রার্থী ঘোষণার মাধ্যমে সরোয়ারের প্রত্যাবর্তন, বরিশাল বিএনপিতে ঐক্যের সুর