Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৬:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীতে শ্রমিক লীগ নেতার কবজি কেটে নেয়ার ঘটনায় গ্রেফতার ২ 
Thursday November 5, 2020 , 8:51 pm
Print this E-mail this

গ্রেফতারকৃতরা হলেন-বশির চৌকিদার ও সোহেল হাওলাদার, হামলায় ব্যবহৃত একটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার

পটুয়াখালীতে শ্রমিক লীগ নেতার কবজি কেটে নেয়ার ঘটনায় গ্রেফতার ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো: জুয়েল প্যাদার (৩৫) বাম হাতের কবজি কেটে নেয়ার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন-বশির চৌকিদার ও সোহেল হাওলাদার। পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে বুধবার (৪ নভেম্বর) রাতে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের শরীফ বাড়ি এলাকায় নির্জন কাঁচা রাস্তায় একাকি পেয়ে ৪/৫ জন সশস্ত্র সন্ত্রসী জুয়েল প্যাদার ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রসীরা তার বাম হাতের কবজি কেটে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সুপার আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আড়াইটার দিকে বরগুনার আমতলীর প্রত্যন্ত পূজাখোলা গ্রামে দুই কিলোমিটার কাদার মধ্যে হেঁটে অভিযান চালিয়ে বশির চৌকিদার ও সোহেল হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত একটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। অন্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে কেটে নেয়া হাত এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। জুয়েল প্যাদা স্থানীয় রাজনীতির পাশাপাশি এলাকায় জমির দালালি করতেন। তার বিরুদ্ধে পটুয়াখালী সদর, কলাপাড়া এবং বরগুনার আমতলী থানায় অস্ত্র, হত্যা, মাদকসহ বিভিন্ন অপরাধে আটটি মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বিলাল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুফতি সালাহউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।




Archives
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা
Image
পুলিশের ৯ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার
Image
আল্টিমেটামে বরিশাল শেবাচিম হাসপাতালের ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট আন্দোলনকারীরা
Image
আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান
Image
বরিশালে পুলিশের অভিযান, ১১ কেজি গাঁজাসহ আটক ২