Current Bangladesh Time
সোমবার নভেম্বর ১০, ২০২৫ ২:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীতে শহীদ মিনারে অশ্লীল নৃত্য’র অভিযোগ, তদন্ত কমিটি গঠন 
Sunday April 21, 2019 , 9:51 am
Print this E-mail this

পটুয়াখালীতে শহীদ মিনারে অশ্লীল নৃত্য’র অভিযোগ, তদন্ত কমিটি গঠন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বৈশাখ উপলক্ষ্যে আয়োজিত মেয়র নাইট অনুষ্ঠানে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে হিন্দিগানে এক তরুণীর অশ্লীল নৃত্য এখন ফেসবুকে ভাইরাল। বৃহস্পতিবার রাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ ঘটনায় ইতোমধ্যে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উঠতি বয়সী এক তরুণী একটি হিন্দি গানের তালে শহীদ মিনারের বেদীতে অশ্লীল ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করছেন। এ সময়ে উপস্থিত দর্শকরা হাততালি ও শিস দিয়ে এবং বিভিন্ন অশ্লীল উক্তি করে তাদের অভিব্যক্তি প্রকাশ করছেন। অনেকেই তাদের মোবাইল ফোনে এই ভিডিও ধারণ করতে দেখা গেছে। এদিকে, এ ঘটনায় পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ একটি তদন্ত কমিটি গঠন করেছেন। নুরুল হাফিজ জানান, আগামী তিন কার্যদিবসের মধ্যে ওই কমিটি শহীদ মিনারে হিন্দি গানে অশ্লীল নৃত্য পরিবেশনের যে অভিযোগ উঠেছে সে বিষয়ে তদন্ত করে একটি রিপোর্ট প্রদান করবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে এর সাথে অভিযুক্ত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া পৌর মেয়র বিপুল হালদার বলেন, ছোট্ট একটি মেয়ে একটি বাংলা ক্লাসিক্যাল গানের সাথে নাচ করার পরে দর্শকদের অনুরোধে আরো একটি গানে নাচ করে। গানটি হিন্দি হওয়ায় আমরা তাৎক্ষণিকভাবে এ জন্য উপস্থিত দর্শকদের কাছে ক্ষমা চেয়েছি। তবে একটি পক্ষ এই বিষয়টিকে রঙ মাখিয়ে ভিন্নভাবে উপস্থাপন করছে।




Archives
Image
বরিশালে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ নারী আটক
Image
স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত : সরোয়ার
Image
বরিশালে মৎস্য বিভাগের জব্দ করা জাটকা লুট!
Image
চাকরি ফিরে পেতে বরিশালে থালা-বাটি নিয়ে অবস্থান ও বিক্ষোভ
Image
প্রার্থী ঘোষণার মাধ্যমে সরোয়ারের প্রত্যাবর্তন, বরিশাল বিএনপিতে ঐক্যের সুর