|
পদযাত্রা ও সমাবেশ করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি
নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের দাবীতে বরিশালে পদযাত্রা ও সমাবেশ
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার লক্ষে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গরীব ও শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ জনজীবনের সংকট নিরসনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও সমাবেশ করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি। রবিবার (জুলাই ১৬) সকাল ১১টায় স্টিমার ঘাট থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার টাউন হল সম্মুখ সদররোডে বৃষ্টি উপেক্ষা করে সমাবেশ করে। বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় কমিটি সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস ছত্তার, কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম, বরিশাল জেলা কমিটির সদস্য উপাধাক্ষ হারুন অর রসিদ, অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকন, আমির আলী, অধ্যাপক বিরেন রায় ও জাফর আহমেদ তালুকদার। এসময় বক্তারা বলেন, আমরা নির্বাচনমূখি দল। আমরা জাতীয় স্বার্থে একটি অবাধ সুষ্ট নির্বাচনকালীন নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করতে হবে। এসময় বক্তারা আরো বলেন, ভোট চোর শেখ হাসিনা সরকারের মাধ্যমে এদেশে আগামী জাতীয় নির্বাচন হবে না, জনগণও তা মেনে নেবে না। তাই অভিলম্বে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে নির্বাচনের পূর্বে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহবান জানান।
Post Views: ০
|
|