Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নিজের ১৬ বছরের সঙ্গী স্মারকগুলোকে নিলামে তোলার ইচ্ছে প্রকাশ করেছেন মাশরাফিও 
Sunday April 26, 2020 , 11:58 am
Print this E-mail this

উদ্দ্যেশ্য একটাই-ওই স্মরণীয় বস্তু নিলামে তোলার পর সেখান থেকে পাওয়া অর্থ করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা

নিজের ১৬ বছরের সঙ্গী স্মারকগুলোকে নিলামে তোলার ইচ্ছে প্রকাশ করেছেন মাশরাফিও


মুক্তখবর বিনোদন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে গোটা বিশ্ব আজ স্তব্ধ। জীবনের অন্য সব শাখাপ্রশাখার মত খেলাধুলাও বন্ধ। বিশ্বের বিভিন্ন দেশের বেশিরভাগ ক্রীড়াবীদ এখন মানবসেবায় ব্যস্ত। অনেক নামী ও বরেণ্য ক্রীড়াবীদ করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। অন্য সবার আগেই বিভিন্নভাবে অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছিলেন ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সদ্য বিদায় নেয়া মাশরাফি বিন মর্তুজা। সংসদ সদস্য হিসেবেও নিজের এলাকার মানুষের পাশে রয়েছেন সর্বক্ষণ। এবার করোনায় অসহায় মানুষদের সাহায্যে নিজের ১৬ বছরের খেলোয়াড়ী জীবনের কিছু প্রিয় স্মারক নিলামে তোলার আগ্রহ প্রকাশ করেছেন মাশরাফি। এখন করোনা ভাইরাসে আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনেক ক্রিকেটারই তার জীবনের অনেক বড় অর্জন, প্রাপ্তির স্মারক ব্যাটসহ অন্য অনেক স্মরণীয় কিছু নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। উদ্দ্যেশ্য একটাই-ওই স্মরণীয় বস্তু নিলামে তোলার পর সেখান থেকে পাওয়া অর্থ করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা। সে লক্ষ্যে বাংলাদেশের ক্রীড়াবীদরাও নিজেদের স্মারক নিলামের প্রস্তুতি নিচ্ছেন। সাকিব আল হাসান তার বিশ্বকাপের ব্যাট নিলামে তুলেছেন। রাজ নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী ২০ লাখ টাকায় তা কিনেও নিয়েছেন। মুশফিকুর রহীমের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছেন। মোহাম্মদ আশরাফুলও তার অভিষেক টেস্টের সেঞ্চুরির ব্যাট আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ন্যাটওয়েস্ট ট্রফির ব্যাট নিলাম করার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের পাশাপাশি করোনায় অসহায় দুঃস্থ মানুষদের জন্য এবার নিজের ১৬ বছরের সঙ্গী স্মারকগুলোকে নিলামে তোলার ইচ্ছে প্রকাশ করেছেন মাশরাফিও। যা ‘অকশন ফর অ্যাকশন’ নামক যে সংস্থাটি সাকিব আল হাসানের বিশ্বকাপে খেলা ব্যাট নিলামে তোলার প্রক্রিয়া সম্পন্ন করেছিল, সেই প্রতিষ্ঠানের সাথে ইতিমধ্যে মাশরাফির কথাও হয়েছে। তারাই মাশরাফির ১৬ বছরের স্মারকগুলোকে নিলামে তোলার ব্যবস্থা করবেন। শনিবার ‘অকশন ফর অ্যাকশন এর সূত্রে এ তথ্য জানানো হয়েছে। সূত্র মতে ম্যাশরাফি তাদের জানিয়েছেন, ‘তিনি তার ষোল বছরের প্রিয় কিছু স্মারক নিলামে তুলবেন; কিন্তু সেগুলো কী তা পরিষ্কার করে জানাননি। তবে খুব শিগগিরই তা জানাবেন।’ প্রসঙ্গত: অকশন ফর অ্যাকশন এর মধ্যস্থতায় ও ব্যবস্থাপনায় গত ২২ এপ্রিল বুধবার সাকিব আল হাসানের বিশ্বেকাপ ২০১৯ সালে ব্যবহার করা ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু