Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৮:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নিখোঁজ ঢাবি ছাত্রের লাশ মিললো ঢাকা মেডিকেলের মর্গে 
Sunday May 23, 2021 , 10:03 pm
Print this E-mail this

শিক্ষার্থীদের বলতে চাই তারা তাদের যেকোনো বিপদ-আপদে আমাদের অবহিত করে

নিখোঁজ ঢাবি ছাত্রের লাশ মিললো ঢাকা মেডিকেলের মর্গে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নিখোঁজের নয় দিন পর ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাওয়া গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মুকাভিনয় শিল্পী হাফিজুর রহমানের গলা কাটা লাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রাব্বানী রোববার সন্ধ্যায় হাফিজুর রহমানের লাশ শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। ঢাবি প্রক্টর বলেন, গত কয়েকদিন থেকে হাফিজুর রহমান নিখোঁজ ছিলেন। রোববার ঢাকা মেডিকেলের মর্গে একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়। পরবর্তীতে আমরা তাঁকে হাফিজুর রহমান হিসেবে চিহ্নিত করতে সক্ষম হই।শাহবাগ থানার ওসি মামুনুর রশীদ বলেন, গত ১৫ মে শনিবার হাফিজ ঢাকা মেডিকেল কলেজের সামনে এসে ‘আমাকে মাফ করে দাও’, ‘আমাকে মাফ করে দাও’ বলতে বলতে এসে ওখানকার ডাব বিক্রেতার কাছ থেকে দা নিয়ে নিজের গলায় চালিয়ে দিয়ে দৌড়ে মেডিকেল কলেজের বহির্বিভাগের সামনে চলে যায়। সেখান দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাঁকে হাসপাতালে নেয়। এ অবস্থায় সে চিকিৎসা নিতে অস্বীকৃতি জানায়। পরে তাঁর মৃত্যু হলে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করে। তিনি বলেন, তাঁর পরিবারের কেউ অভিযোগ করলে সেই আলোকে তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। পরিবার জানায়, এর আগে ঈদুল ফিতরের পরদিন গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন হাফিজুর। পরে বন্ধুদের সাথে ক্যাম্পাস এলাকায় আড্ডার শেষে তিনি চলে যান। তাঁর মায়ের সঙ্গে সর্বশেষ কার্জন হলের সামনে বসে মোবাইলে কথা বলেন তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। হাফিজুর রহমান ২০১৫-১৬ সেশনের ঢাবির তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ছাত্র ও একজন মুকাভিনয় শিল্পী। বর্তমানে তিনি ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম গোলাম রব্বানী বলেন, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুবই মর্মাহত এই ঘটনায়। আমরা হাফিজের পরিবারের পাশে আছি। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। শিক্ষার্থীদের বলতে চাই তারা তাদের যেকোনো বিপদ-আপদে আমাদের অবহিত করে। আমরা তাদের পাশে থাকব।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস