Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৮:২১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নানা আয়োজনে বরিশালে বিশ্ব বসতি দিবস পালিত 
Monday October 7, 2024 , 8:14 pm
Print this E-mail this

‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’-এই প্রতিপাদ্যে

নানা আয়োজনে বরিশালে বিশ্ব বসতি দিবস পালিত


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’-প্রতিপাদ্যে বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সকালে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন নেতৃত্ব দেন। র‌্যালি শেষে সার্কিট হাউজ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিভাগীয় কমিশনার মো: শওকত আলী প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, পরিকল্পিত নগরী গড়ার জন্য তিন ধরনের মানুষ প্রয়োজন-নগর পরিকল্পনাবিদ, নকশাবিদ ও সিভিল ইঞ্জিনিয়ার। এদের পরিকল্পনানুসারে নগর গড়তে হয়। সেই পরিকল্পনা মোতাবেক প্রসস্ত রাস্তা, নিরাপদ ড্রেনেজ ব্যবস্থা, স্যানিটেশন, পার্ক ও খেলারমাঠ থাকতে হয়। বক্তারা আরও বলেন, বরিশাল নগরে ৪৬টি ছোট-বড় খাল রয়েছে। খাল থেকে ৪০ ফুট দূরে ঘরবাড়ি তৈরি করতে হবে। খালের পাশে বনায়ন করতে হবে। যা সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত। খালগুলো নিয়মিত পরিষ্কার করে নাব্যতা রক্ষা করতে হবে। বরিশালে যেহেতু উন্নয়ন কর্তৃপক্ষ নেই সেক্ষেত্রে নগর উন্নয়ন কর্তৃপক্ষের সিটি কর্পোরেশনের সাথে কাজের সম্পৃক্ততা বাড়াতে হবে। বিভাগীয় ও জেলা প্রশাসন, গণপূর্ত অধিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও নগর উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সভায় অন্যান্যের মধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাস, পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, সিভিল সার্জন ডা: মারিয়া হাসান ও সিনিয়র প্ল্যানার আসাদুজ্জামান বক্তৃতা করেন।




Archives
Image
বরিশালে ধর্ষণের পর হত্যার ঘটনায় দু’জনের ফাঁসি
Image
হাফপ্যান্ট পরায় ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে সূর্য সেন হলের ভিপির সতর্কবার্তা
Image
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা
Image
প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার
Image
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম