Current Bangladesh Time
রবিবার ডিসেম্বর ২৮, ২০২৫ ৫:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের নাজিরপুরে ৩৯তম জাতিয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন 
Saturday February 24, 2018 , 5:55 pm
Print this E-mail this

বিজ্ঞান মেলার সার্বিক তত্বাবধান করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

পিরোজপুরের নাজিরপুরে ৩৯তম জাতিয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন


পিরোজপুরের নাজিরপুরে দুদিন ব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০১৮ শুরু হয়েছে। মেধাই সম্পদ প্রযুক্তিই ভবিষ্যৎ ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। গত সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এ অনুষ্ঠান উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের এমপি আলহাজ্ব একেএমএ আউয়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান আতিয়ার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস প্রমূখ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং নাজিরপুর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ১৫টি স্টল অংশ গ্রহণ করেন। স্টল গুলোতে অংশ গ্রহণকারী স্কুল ও কলেজগুলো তাদের বিজ্ঞান ভিক্তিক ক্ষুদ্র ক্ষুদ্র্র আবিস্কার প্রদর্শন করে। অনুষ্ঠানের বিজ্ঞান মেলার সার্বিক তত্বাবধান করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

এইচ. এম. দেলোয়ার হোসেন




Archives
Image
এনসিপি থেকে পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা
Image
ঢাকার কেরানীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল মাদরাসার কক্ষ, শিশুসহ আহত ৪
Image
বরিশাল অঞ্চলের ৩ লঞ্চের রুট পারমিট বাতিল
Image
ভোটার হলেন তারেক রহমান ও জাইমা রহমান
Image
উৎসবমুখর পরিবেশে বরিশাল সরকারি মহিলা কলেজের পূর্ণমিলনী অনুষ্ঠান