Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ৯, ২০২৪ ১০:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও সরকারের খোলা বাজারে পন্য বিক্রি শুরু 
Thursday September 1, 2022 , 4:28 pm
Print this E-mail this

বাজারের চেয়ে তুলনামূলক কম দামে চাল ও আঁটা কিনতে পারায় খুশী সাধারণ ক্রেতারা

দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও সরকারের খোলা বাজারে পন্য বিক্রি শুরু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও সরকারের খোলা বাজারে পন্য বিক্রি (ওএমএস) শুরু হয়েছে। বৃহস্পতিবার (সেপ্টেম্বর ১) সকাল ৯টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন সড়কে ভোক্তাদের হাতে পন্য তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো: আমিন-উল আহসান, পুলিশ কমিশনার মো: সাইফুল ইসলাম এবং জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। এ সময় উপস্থিত ছিলেন, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকসহ অন্যান্য কর্মকর্তারা। খাদ্য বিভাগ জানায়, বরিশাল নগরীতে প্রথম দিন ১০টি পয়েন্টে ট্রাক সেল এবং ১১টি দোকানেসহ মোট ২১ স্থানে ওএমএস বিক্রি হয়। একজন ক্রেতা ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি চাল এবং ১৮ টাকা দরে সর্বোচ্চ ৩ কেজি আটা কিনতে পারছেন। বরিশাল নগরীতে মোট ডিলার ৪০ জন। বাজারের চেয়ে তুলনামূলক কম দামে চাল ও আঁটা কিনতে পারায় খুশী সাধারণ ক্রেতারা। তারা অন্যান্য নিত্য পন্যও সরবরাহের দাবী জানিয়েছেন। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, খোলা বাজারে চাল ও আটা বিক্রির ফলে বাজারে স্থিতিশীলতা ফিরবে। আগামী ৩ মাস এই কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো: আমিন-উল আহসান।




Archives
Image
সোহেল চৌধুরী হত্যা মামলা : আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের যাবজ্জীবন
Image
এবার পুলিশের দ্বারস্থ হলেন চিত্রনায়িকা বুবলী
Image
রাজধানীতে মিলল ‘পুনর্জন্ম’র প্রযোজক রুহানের ঝুলন্ত মরদেহ
Image
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ
Image
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বরিশাল সদরে ভোট সম্পন্ন