Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ১০:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দেশজুড়ে অনুকরনীয় বরিশালের সিটি মেয়র সাদিক আবদুল্লাহ’র গণশুনানী 
Tuesday March 10, 2020 , 9:41 am
Print this E-mail this

সাদিক আবদুল্লাহ্’র গণশুনানীর বিষয়টি নিয়ে টেলিভিশনের টকশোগুলোতে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়

দেশজুড়ে অনুকরনীয় বরিশালের সিটি মেয়র সাদিক আবদুল্লাহ’র গণশুনানী


আসাদুজ্জামান : বরিশাল নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে সপ্তাহে ২ দিন গণশুনানীর আয়োজন করে দেশব্যাপী সারা ফেলেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ্যানেক্স ভবনে বিসিসির কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা, এবং সংরক্ষিত ও সাধারন কাউন্সিলরদের উপস্থিতিতে সিটি মেয়র এই গণশুনানী করেন, নগরীর সকল শ্রেনী ও পেশার মানুষদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ নিয়ে এই গণশুনানীতে অংশ নেয়ার সুযোগ রাখা হয়েছে। সিটি মেয়রের ঘোষনা অনুযায়ী কেবল জনদুর্ভোগ বা সমস্যাই নয়, সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা কর্মচারী, কাউন্সিলর, এমনকি মেয়রের বিরুদ্ধেও কোনো অভিযোগ থাকলে তা নির্ধিদায় বলতে পারবেন নগরবাসী। এমন আয়োজন বরিশালে ইতোপূর্বে কেউ করেনি। তাই মহাখুশি নগরবাসী। সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র এই উদ্যোগ গোটা বরিশালে সকলের নিকট প্রশংসিত হয়েছে। সিটি মেয়রের কাছে নগরীর ভুক্তভোগী মানুষ তাদের দুঃখ কষ্টের কথা বলে এবং তাৎক্ষনিক সমাধানের জন্য ব্যবস্থা নেয়ায় এক নতুন নজীর সৃষ্টি করেছেন মেয়র।

গণশুনানীর বিষয়টি বৃহত্তর বরিশালেই নয় প্রশংসিত হয়েছে দেশজুড়ে। গণশুনানী শুরু হওয়ার পরে বাংলাদেশের প্রথম সারির প্রিন্ট মিডিয়া এবং ইণেকট্রনিক্স মিডিয়ায় সংবাদটি প্রচার হলে, দেশজুড়ে আলোচনা শুরু হয়। গণমাধ্যম কর্মী ও দেশ বরেন্য বিশিষ্ট জনেরা সিটি মেয়র সাদিক আবদুল্লাহর গণশুনানীর বিষয়টি নিয়ে টেলিভিশনের টকশো গুলোতে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়। আলোচকরা বলেন, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র এই গণশুনানী সারা দেশে চালু হলে শতভাগ নাগরিক সেবা নিশ্চিত হবে। তাই এটা অনুকরনীয় বিষয়। মন্ত্রী, মেয়র, এমপিসহ জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ন কাজে ব্যস্ত থাকায় সব সময় জনসাধারন তাদের কাছে পৌঁছা অনেকটা কঠিনতম। ফলে তাদের সাথে সাধারন জনগনের অনেক সময় দূরত্ব বেড়ে থাকে, সিটি মেয়রের এই উদ্যোগের মাধ্যমে জনগনের সাথে খোলা আলোচনার সুযোগের দ্বার ও উন্মুক্ত হয়েছে। বিশ্লেষকরা বলেন, সারাদেশে বিষয়টি অনুকরনীয় হিসেবে নেয়া উচিত। পাশাপাশি দেশের বিশিষ্টজন ও গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতিক এবং জনসাধারন মহল সাদিক আবদুল্লাহ্’র ভূয়সী প্রশংসা করেছেন।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু