Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ৩১, ২০২৫ ৮:১৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দূর্গাপূজার নিরাপত্তায় বরিশাল আইনশৃঙ্খলা বাহিনীর সভা 
Friday September 22, 2017 , 1:45 pm
Print this E-mail this

বরিশাল মেট্রোপলিটন এলাকায় ৭০টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গাপূজা

দূর্গাপূজার নিরাপত্তায় বরিশাল আইনশৃঙ্খলা বাহিনীর সভা


স্টাফ রিপোর্টার : আসন্ন শারদীয় দূর্গাপূজা নিরাপত্তা নিশ্চিত করতে বরিশালে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশের পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মেট্রোপলিটন পুলিশের আয়োজনে বুধবার দূপুর ১২টায় বরিশাল পুলিশ লাইনের ড্রিল শেড রুমে এই মতবিনিময় সভা হয়।এখানে পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন সভাপতির বক্তব্যে বলেন, প্রতিটি পূজা মন্ডপের স্বেচ্ছাসেবকদের পরিচয়পত্র দেয়াসহ পূজা চলাকালীন সময়ে আতশবাজী, পটকাবাজী বন্ধ এবং রাত দশটার মধ্যে প্রতিমা বিসর্জন দেয়ার জন্য পূজা কমিটির নেতৃবৃন্দদের আহবান করেন।একইসঙ্গে পুলিশের পক্ষ থেকে ১৬টি মোবাইল কোর্টসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার কাথা উল্লেখ করেন।এখানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) কামরুল আমিন, গোলাম রউফ খান (দক্ষিণ), হাবিবুর রহমান (উত্তর), ডিজিএফআই বরিশালের পরিচালক কর্নেল শরীফ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মূখার্জী, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দে নারু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু প্রমুখ।অপরদিকে বিকেল ৩টায় জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম দূর্গাপূজা উপলক্ষ্যে জেলার পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন।এসময় পূজা উদযাপন পরিষদের নেতাদের দিক নির্দেশনা দেয়া সহ পুজামন্ডপ ও ভক্তদের নিরাপত্তায় জেলা পুলিশ সার্বক্ষনিক নিয়োজিত থাকার আশ্বাস দেন।আর পূজা চলাকালীন সময়ে বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন পূজা কমিটির নেতৃবৃন্দ।জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন এলাকায় ৭০টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গাপূজা।আর জেলায় মোট ৫৮৩টি মন্দিরে আয়োজন করা হয়েছে দূর্গাউৎসব।




Archives
Image
বিএনপি থেকে রুমিন ফারহানা বহিষ্কৃত
Image
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বরিশালে শোকের ছায়া
Image
বরিশালে কোস্ট গার্ডের অভিযান : গ্রেফতার ২০ ও ৫৭টি ড্রেজার জব্দ
Image
খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
Image
খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী