Current Bangladesh Time
বৃহস্পতিবার এপ্রিল ২৫, ২০২৪ ১:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দুদকের ঝটিকা অভিযান : পাল্টে গেল বরিশাল শেবাচিম হাসপাতালের দৃশ্য 
Wednesday September 7, 2022 , 4:01 pm
Print this E-mail this

দুদক কর্মকর্তাদের অভিযানের পর তাদের বিরুদ্ধে ডাক্তারদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ

দুদকের ঝটিকা অভিযান : পাল্টে গেল বরিশাল শেবাচিম হাসপাতালের দৃশ্য


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দুদকের ঝটিকা অভিযানে পাল্টে গেছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের উপস্থিতির চিত্র। গতকাল মঙ্গলবার সকালে দুদকের ওই অভিযানের পর আজ বুধবার (সেপ্টেম্বর ৭) সকাল ৮টার মধ্যে কাজে যোগদান করেন আন্তঃ ও বহির্বিভাগের বেশিরভাগ চিকিৎসক। অন্যান্য দিন আন্তঃওয়ার্ডে সিনিয়র ডাক্তারদের পরিদর্শন (রাউন্ড) শেষ হতে বেলা ১২ থেকে দুপুর ১ টা লেগে গেলেও আজ রাউন্ড শেষ হয়েছে সকাল সাড়ে ১০টার মধ্যে। এতে স্বস্তি ফিরেছে রোগীদের মাঝে। উপলব্ধি হওয়ায় ডাক্তাররা যথা সময়ে অফিস করছেন বলে মন্তব্য করেছেন হাসপাতালের সহকারি পরিচালক। মেডিকেলের ১৭টি আন্ত এবং ১৬টি বহির্বিভাগে ডাক্তাররা বুধবার অফিসে পৌঁছেছেন সকাল ৮টার মধ্যে। অন্যান্য দিন ৯টার পর বর্হিবিভাগে কার্যক্রম শুরু হলেও গতকাল ৮টার দিকেই রোগী দেখতে শুরু করেন ডাক্তাররা। আন্তঃবিভাগেও ৮টার মধ্যে উপস্থিত হন বেশীরভাগ ডাক্তার। আন্তঃওয়ার্ডগুলোতে সিনিয়র ডাক্তারদের রাউন্ড (পরিদর্শন) দিতে দুপুর ঠেকে গেলেও আজ সকাল সাড়ে ১০টার মধ্যে শেষ হয় সব ওয়ার্ডের রাউন্ড। এতে স্বস্তি প্রকাশ করেন রোগীরা। মেডিকেল কলেজেও আজ যথা সময়ে অফিসে প্রবেশ করেন ডাক্তাররা। তবে বুধবারও ব্যতিক্রমী ছিলেন হাসপাতালের পরিচালক। এ বিষয়ে জানতে পরিচালকের মুঠোফোনে রিং দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। এক দিনের মধ্যে ডাক্তারদের উপস্থিতির চিত্র পাল্টে যাওয়ার রহস্য জানতে চাইলে হাসপাতালের সহকারী পরিচালক ডা: মো: মনিরুজ্জামান বলেন, ডাক্তারদের হয়তো উপলব্ধি হয়েছে। সে কারণে তারা যথা সময়ে অফিসে এসেছেন। তিনি বলেন, সরকারি হাসপাতালে বর্হিবিভাগে অফিস সময় সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা। আন্তওয়ার্ডে ৮টায় অফিস সময় শুরু হলেও সেখানে সারা দিন কাজ থাকে ডাক্তারদের। এদিকে মঙ্গলবার সকালে অভিযানের সময় দুদক কর্মকর্তারা ডাক্তারদের সাথে দুর্ব্যবহার করেছেন অভিযোগ তুলে অসদাচারণের প্রতিকার চেয়ে গতকাল বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বরিশাল জেলা শাখা। ডাক্তারদের বিরুদ্ধে কোন হয়রানিমূলক ব্যবস্থা গ্রহণ করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়েছে স্মারকলিপিতে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র থেকে জুনিয়র সকল স্তরের ডাক্তারদের বিরুদ্ধে অফিস ফাঁকি দিয়ে ব্যক্তিগত চেম্বারে প্রাইভেট প্রাকটিসের অভিযোগ দীর্ঘদিনের। কোন কোন সিনিয়র চিকিৎসক সপ্তাহেও একদিন মেডিকেলে অফিস করেন না বলেও অভিযোগ আছে। আবার অফিসে গেলেও হাজিরা দিয়ে সটকে পড়েন প্রাইভেট চেম্বারে রোগি দেখতে এমনটাও জানা যায়।মঙ্গলবার সকালে দুদকের অভিযানেও তার প্রমাণ মিলেছে। ওইদিন সকালে আন্তঃ ও বর্হিবিভাগে কয়েকজন ইন্টার্ন চিকিৎক ছাড়া মিড লেভেল কিংবা কোন সিনিয়র চিকিৎসকে যথা সময়ে অফিসে পাননি দুদক কর্মকর্তারা। হাসপাতালের পরিচালক এবং কলেজের অধ্যক্ষকেও দপ্তরে পাননি তারা। নির্ধারিত সময়ের পর অফিসে পৌঁছা মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে দুদক কর্মকর্তারা ফিঙ্গার বায়োমেট্রিক হাজিরার প্রিন্ট কপি চাইলেও তা দেননি তিনি। এ নিয়ে বাদানুবাদ হয় উভয় পক্ষের মধ্যে। এ নিয়ে দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্ব্যহারের অভিযোগ তোলেন ডাক্তাররা। এ ঘটনায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) জেলা শাখা মঙ্গলবার দুপুরে জরুরি সভা করে বিক্ষোভ করেন মেডিকেল কলেজ ক্যাম্পাসে। ৫শ’ শয্যার মেডিকেলে ২২৪টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন ১৫০ জন এবং মেডিকেল কলেজে ২৯১ জন ডাক্তারের স্থলে কর্মরত আছেন ১২২ জন।

সরকারি দায়িত্ব পালনে অনীহা, ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতে ব্যস্ত থাকার অভিযোগে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে (শেবামেক) দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনরা। কবি, রাজনীতিবিদ, সংগঠক, উন্নয়নকর্মী, শিক্ষাবিদসহ বরিশালের উল্লেখযোগ্য ব্যক্তিরা এই অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। একই দাবি জানিয়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। যদিও শেবামেক অধ্যক্ষের কার্যালয়ে দুদকের অভিযানের নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছেন চিকিৎসক ও শিক্ষার্থীরা। এ ঘটনায় আভিযান চালানো দলের প্রধানের বহিষ্কার চেয়ে তারা বিভাগীয় কমিশনারের মাধ্যমে সরকারে উচ্চপর্যায়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি নিয়েছেন বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ ডা: মনিরুজ্জামান শাহিন। লোক সংস্কৃতি গবেষক ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক দেবাশীষ চক্রবর্তী বলেন, শুধু চিকিৎসা সেবা নয়, সকল দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের এমন অভিযান অব্যাহত থাকা উচিত। সেই সঙ্গে সরকারি দপ্তরে যারা জনসেবায় রয়েছেন তাদের উচিত সঠিকভাবে দায়িত্ব পালন করা। এটা মনে রাখা উচিত মাস শেষে যে বেতন তারা পাচ্ছেন, তা কিন্তু জনগণের ট্যাক্সের টাকা। সুতরাং জনগণের অধিকার রয়েছে তার কাছ থেকে সঠিকভাবে সেবা পাওয়ার। সচেতন নাগরিক কমিটি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ সাজেদা বলেন, দুদকের অভিযানকে অবশ্যই স্বাগত জানাই। যেসব দপ্তরে মানুষ হয়রানির শিকার হয়, সেইসব জায়গায় এই অভিযান ধারাবাহিকভাবে চালানো উচিত। তিনি আক্ষেপ করে বলেন, মাঝে মাঝে আমরা বিভ্রান্ত হই। দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিক অভিযান না হলে আসলে কোনো ফলাফল আসে না। আমরা প্রায়ই দেখি হঠাৎ হঠাৎ অভিযান হয় এবং অভিযানের পর কে দোষী আর কে নির্দোষ তা জনগণকে জানানো উচিত। কিন্তু তা দেখি না। তবে আমার প্রত্যাশা থাকবে দুর্নীতি দমন কমিশন বরিশালে তাদের অভিযান অব্যাহত রাখবে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বরিশালের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন বলেন, বাংলাদেশের অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত। এসব প্রতিষ্ঠানে দুর্নীতি কমিয়ে আনতে নিয়মিত দুর্নীতি দমন কমিশনের অভিযান অব্যাহত রাখা উচিত। এমনকি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এই অভিযানকে স্বাগত জানানো উচিত। কারণ এতেই প্রমাণ হবে তার প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত। কিন্তু যারা বাধাগ্রস্ত করতে চায় বুঝতে হবে সে বা তার প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত। জাতীয় পার্টির বরিশাল মহানগরের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বলেন, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে কোনো চিকিৎসা নেই। সব যন্ত্র বিকল করে রেখেছে। এখানে গেলেই চিকিৎসকরা বেসরকারি প্রতিষ্ঠানে পরীক্ষার জন্য পাঠান।রোগী তাদের ব্যক্তিগত চেম্বারে পাঠান। দুর্নীতি দমন কমিশন অভিযান চালিয়েছে আমি খুশি। কিন্তু দুদক কি তাদের রুখতে পারবে? এই হাসপাতালের ডাক্তারদের এক এক জনের বাড়ি লন্ডন, আমেরিকায়, ভারতে। এতো ওপেন সিক্রেট। এগুলো কি তারা বেতনের টাকায় করেছেন? সরকার এই দুর্নীতি করার সুযোগ দিচ্ছে। কারণ এসব দপ্তরের পরিচালকদের কোনো জবাবদিহি করতে হচ্ছে না। সরকারও জনগণের কাছে জবাবদিহি করে না। তাদের আমলারাও করে না। আমি মনে করি দুদক একা এই দুর্নীতিবাজদের প্রতিরোধ করতে পারবে না। অন্যদিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের চেয়ে সক্রিয়ভাবে বহির্বিভাগে চিকিৎসা সেবা পাচ্ছেন রোগীরা। মেডিসিন বহির্বিভাগে লাইনে দাঁড়ানো রোগী শরিফুল ইসলাম সৈকত বলেন, গত সপ্তাহে ডাক্তার দেখিয়ে গেছি। তখন অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। শুনেছি দুদক অভিযান চালিয়েছে। এখন সব রুমে ডাক্তার এসেছেন। ফলে অল্প সময়ে চিকিৎসা পাচ্ছি। আরেক রোগী ইমরান বলেন, দুদক অভিযান চালিয়েছে শুনে অত্যন্ত আনন্দ লাগছে। আর না হোক অন্তত এক মাস গরিব-অসহায় মানুষগুলো একটু সহজে চিকিৎসা সেবা পাবে। আমি চাই দুদকের বুথ করা হোক এই হাসপাতালে। কারণ এই হাসপাতালের সকল কক্ষ দুর্নীতিগ্রস্ত। নাক কান গলা বিভাগের সামনে কথা হয় রোগী মেহেরুন্নেছার সঙ্গে। তিনি বলেন, আগে ডাক্তার দেখাতে আসলে ওষুধ প্রতিনিধিদের জ্বালায় ডাক্তার দেখাতে পারতাম না। আজ সেই জ্বালা নেই। আরেক রোগী হারুন আর রশিদ বলেন, এতদিন যেসব কর্মচারী-ডাক্তার হাসপাতালে আসেনি তারাও আজ খবর পেয়ে হাসপাতালে এসে কাজ করছেন। তাতে মন্দের ভালো সেবা পাচ্ছি।

এদিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষের কক্ষে দুদকের অভিযানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিকেল ৩টায় কলেজের কনফারেন্স রুমে হাসপাতালের ডাক্তার এবং ছাত্র-ছাত্রীরা জরুরি বৈঠক শেষে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় অভিযানের নেতৃত্বে থাকা দুদকের সহকারী পরিচালক রাজ কুমারের ‘অসদাচরণের’ কারণে তার বহিষ্কার দাবি করা হয়। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের বরিশাল বিভাগীয় সভাপতি ডা: ইসতিয়াক হোসেন বলেন, বিষয়টি পরিষ্কার, আমরা দুদকের বিরুদ্ধে আন্দোলন করছি না। আমাদের আন্দোলন অভিযানে থাকা রাজ কুমারের বিরুদ্ধে। তিনি অধ্যক্ষের সঙ্গে যে আচরণ করেছেন তা অত্যন্ত জঘন্য। ৯ম গ্রেডের কোনো কর্মকর্তা-কর্মচারী একজন ২য় গ্রেডের কর্মকর্তার সঙ্গে এভাবে অসদাচরণ করতে পারে না। অনিয়ম অন্যায় থাকলে দুদক তাদের কাজ করবে, কিন্তু তারা যে অসৌজন্যমূলক আচরণ করেছে আমরা তার বিচার চাই। তিনি বলেন, আমরা বৈঠক করে আজ সিদ্ধান্ত নিয়েছি বুধবার (৭ সেপ্টেম্বর) বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য মন্ত্রণালয় ও দুদক সচিব বরাবর স্মারকলিপি দেওয়া হবে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মনিরুজ্জামান শাহিন বলেন, আজকে বৈঠক ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোগীদের কথা চিন্তা করে বড় কোনো আন্দোলনে যাইনি। তবে যদি তারা (দুদক) কোনো মামলা করে, তাহলে আমরা কর্মবিরতিতে যাব। প্রসঙ্গত, মঙ্গলবার (সেপ্টেম্বর ৬) সকাল সোয়া ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান শাহিনের কার্যালয়ে অভিযান চালায় দুদক সমন্বিত জেলা কার্যালয়। রোগীর চিকিৎসা না দেওয়া, সরকার নির্ধারিত সময়ে কার্যালয়ে না আসা, ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা নিয়ে ব্যস্ত থাকাসহ বেশ কয়েকটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালায় দুদক। অভিযোগে ডা: আনোয়ার হোসেন বাবলু ও অমিতাভ সরকারের নাম উল্লেখসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকের বিরুদ্ধে একই অভিযোগ দেওয়া হয়। অভিযানে অভিযোগের সত্যতা পায় দুদক।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ