Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১২:৩৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দুই নারীকে ধরে পুলিশে দিলেন বিএনপি কর্মীরা 
Sunday November 10, 2024 , 4:01 pm
Print this E-mail this

জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল করার ঘোষণা আ’লীগের

দুই নারীকে ধরে পুলিশে দিলেন বিএনপি কর্মীরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ সন্দেহে দুই নারীকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএনপি-যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে তিনটার দিকে ঘটনাটি ঘটে। পৃথকভাবে তাদের ধরে পুলিশে দেওয়া হয়। শহীদ নূর হোসেন দিবস স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে রোববার বিকেল তিনটায় গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। তাদের প্রতিহত করতে একই স্থানে দুপুর দুইটায় গণজমায়েত শুরু করে বৈষম্যববরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে শনিবার (৯ নভেম্বর) রাত থেকেই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থান নেয় বিএনপি-যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিকেল ৩টার দিকে আওয়ামী লীগ সন্দেহে এক নারীকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিকেল সাড়ে তিনটার দিকে আরেক নারীকেও একই কায়দায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। বিএনপি বা এর অঙ্গসংগঠনগুলোর কোনো নেতাকর্মী ও পুলিশ এ ঘটনাটি নিয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য দেয়নি। এর আগে শনিবার রাতে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কর্মী সন্দেহে ৭ জনকে মারধর করে পুলিশে দেয় বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার সকাল থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত একইভাবে আওয়ামী লীগ সন্দেহে অন্তত ১৮ জনকে পুলিশের হাতে তুলে দেন তারা।




Archives
Image
বরিশালে ধর্ষণের পর হত্যার ঘটনায় দু’জনের ফাঁসি
Image
হাফপ্যান্ট পরায় ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে সূর্য সেন হলের ভিপির সতর্কবার্তা
Image
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা
Image
প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার
Image
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম