Current Bangladesh Time
বুধবার অক্টোবর ৮, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দীপিকাকে ‘বৌদি/ভাবি’ বলে ডাকা চলবে না! 
Saturday March 23, 2019 , 1:58 pm
Print this E-mail this

দীপিকাকে ‘বৌদি/ভাবি’ বলে ডাকা চলবে না!


বিনোদন রিপোর্ট : দীপিকা পাড়ুকোন। বলিউডের শীর্ষ জনপ্রিয় অভিনেত্রী আবার অন্যদিকে অভিনেতা রণবীর সিংয়ের স্ত্রী। দুই পরিচয়েই তিনি সফল। গেলো বছরের শেষ দিকেই জমকালো আয়োজনে বিয়ে করেছিলেন রণবীর ও দীপিকা। তাদের বিয়ে নিয়ে শুধু বলিউড নয়, গোটা ভারতজুড়েই আলোচনার ঝড় বয়েছিলো। বিয়ের পর রণবীর-দীপিকা সুখেই সংসার করছেন। অভিনয় জগতেও দু’জন সমানতালে নিজেদের দাপট ধরে রেখেছেন। সম্প্রতি তারা হাজির হন একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কার্তিক আরিয়ান ও ভিকি কৌশল। দীপবীর যখন মঞ্চে ওঠেন, তখন দীপিকাকে ‘ভাবি’ বলে সম্বোধন করেন ভিকি। অবশ্য এটাই স্বাভাবিক। কারণ ভিকি রণবীরের জুনিয়র। তাই রণবীরের স্ত্রীকে তিনি ‘ভাবি’ বলেই ডাকবেন। কিন্তু ঘোর আপত্তি রয়েছে খোদ দীপিকার। তিনি পছন্দ করেন না ‘বৌদি/ভাবি’ ডাক। ভিকির ডাকের পর তাৎক্ষনিক দীপিকার মুখের অভিব্যাক্তি বদলে যায়। স্পষ্ট বোঝা যায় যে, দীপিকা খুশি হননি এই সম্বোধনে। তিনি বলেন, ‘আর যাই হোক আমাকে বৌদি/ভাবি ডেকো না।’ এদিকে কেউ কেউ বলছেন, মঞ্চের সেই ঘটনাটি একেবারেই মজার ছলে ঘটানো হয়েছে। অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলার জন্যই নাকি এমন কাণ্ড করেছেন তারা।




Archives
Image
বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, আহত ৫
Image
বরিশালে পুলিশের সামনেই খুন হয় স্বেচ্ছাসেবক দলনেতা লিটু
Image
মেধাবী খুদে ক্রিকেটার রিয়ানের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
এনএসসি মনোনীত নতুন বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা
Image
পদার্থে নোবেল পেলেন মার্কিন তিন বিজ্ঞানী