Current Bangladesh Time
বৃহস্পতিবার এপ্রিল ২৫, ২০২৪ ১:০৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দিল্লির ম্যাডেন্টা হাসপাতালে ভর্তি তোফায়েল আহমেদ 
Friday September 3, 2021 , 9:15 pm
Print this E-mail this

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন

দিল্লির ম্যাডেন্টা হাসপাতালে ভর্তি তোফায়েল আহমেদ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী, বঙ্গবন্ধুর স্নেহধন্য ও উনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ভারতের রাজধানীর দিল্লির ম্যাডেন্টা মেডিসিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে তোফায়েল আহমেদকে দিল্লিতে নেওয়া হয়। তার সঙ্গে পরিবারের সদস্যরা ছিলেন। তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের প্রধান অরুণ গার্গের অধীনে চিকিৎসাধীন রয়েছেন তোফায়েল আহমেদ। সেখানে তার ফিজিওথেরাপি শুরু হয়েছে। সেখানে সাত থেকে ১০ দিন তাকে থাকতে হবে। তৌহিদুজ্জামান বলেন, ওনার বাম হাতটা দুর্বল। পুরোপুরি তুলতে পারছেন না। হাসপাতালে কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট ও ফিজিওথেরাপিস্ট গ্রুপ টিম করে দেখাশোনা করবেন। জানা গেছে, গত সপ্তাহে তোফায়েল আহমেদের মাইল্ড স্ট্রোক হয়েছিল। তার ব্যক্তিগত সহকারী আবুল খায়ের জানান, স্ট্রোক করায় গত ৩০ আগস্ট তোফায়েল আহমেদকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক। ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজন। বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রদানের ঘোষণা দেন। ৭৭ বছর বয়সী তোফায়েল আহমেদ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি। দুইবারের মন্ত্রী প্রবীণ এই রাজনীতিবিদ এখন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ