Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৩:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দায়িত্বে অবহেলা, বরিশাল শেবাচিম’র চিকিৎসক ও টেকনোলজিস্টকে শোকজ! 
Wednesday May 6, 2020 , 5:22 pm
Print this E-mail this

শোকজপ্রাপ্ত টেকনোলজিস্ট মাহমুদা খানম মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে কর্মরত

দায়িত্বে অবহেলা, বরিশাল শেবাচিম’র চিকিৎসক ও টেকনোলজিস্টকে শোকজ!


নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রামণের ভয়ে টানা দেড়মাস অনুপস্থিত বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) টেকনোলজিস্ট মাহমুদা খানমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। তার অনুপস্থিতির তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানোয় মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা: সাধনা চন্দ্র সরকারকেও শোকজ নোটিশ দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। উভয়কে সাতদিনের মধ্যে যথাযথ জবাব দেওয়ার নির্দেশ দিয়ে মঙ্গলবার শোকজ নোটিশ দেওয়া হয়। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম সারওয়ার। শোকজপ্রাপ্ত টেকনোলজিস্ট মাহমুদা খানম মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে কর্মরত। তিনি মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা: মোর্শেদ আলমের স্ত্রী। জানা গেছে, স্বামীর প্রভাবের কারণে টেকনোলজিস্ট মাহমুদা খানম কর্মস্থলে নিয়মিত অনুপস্থিত থাকেন। মাঝে মাঝে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে যান। সর্বশেষ তিনি ১৬ মার্চ হাজিরা খাতায় স্বাক্ষর করেছিলেন। এরপরে করোনা প্রাদুর্ভাব দেখা দিলে তিনি কর্মস্থলে আর আসেননি। ফলে ৪ মে পর্যন্ত তার হাজিরা খাতায় স্বাক্ষর না থাকার বিষযটি কর্তৃপক্ষের নজরে আসে। ৫ মে মাহমুদা খানমকে কর্মস্থলে অনুপস্থিতি থাকার কারণ জানতে চেয়ে এবং অনুপস্থিত থাকার বিষয়টি কর্তৃপক্ষকে না জানানোর জন্য অ্যানাটমি বিভাগের প্রধান ডা: সাধনা চন্দ্র মজুমদারকে শোকজ নোটিশ দেওয়া হয়। অ্যানাটমি বিভাগের অফিস সহকারী সুশীল চন্দ্র জানান, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মাহমুদা খানম ছুটির দরখাস্ত দিয়েছিলেন। কিন্তু সেটা অনুমোদন করেনি কর্তৃপক্ষ। তার আগেই তিনি কর্মস্থলে আসা বন্ধ করে দেন। তবে মাহমুদা খানম দাবি করেছেন, করোনার কারণে বরিশাল জেলা লকডাউন হওয়ায় তিনি কর্মস্থলে আসতে পারেননি।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস