Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ৩০, ২০২৫ ৩:০১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দরজা ভেঙে ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নিয়ে মিছিল 
Friday January 24, 2025 , 11:51 pm
Print this E-mail this

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আটক

দরজা ভেঙে ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নিয়ে মিছিল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আটকের পর ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (জানুয়ারি ২৪) বিকেল সাড়ে ৫টার দিকে কথিত ছাত্রলীগ কর্মী শাহরিয়ার সানকে গেটের নিরাপত্তা রক্ষীর কক্ষে আটক করে একদল শিক্ষার্থী। এ ঘটনার কিছু ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। নিরাপত্তারক্ষীর কক্ষের দরজা ভেঙে শাহরিয়ার সানের সহযোগীরা নিয়ে যায় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শাহারিয়ার সান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষা বর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, গত ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর হামলা এবং ১ আগস্ট পুলিশের কাছে শিক্ষার্থীদের ধরিয়ে দেওয়ার ঘটনায় করা মামলার আসামি শাহারিয়ার সান। তাকে বিকেল সাড়ে ৫টার দিকে ক্যাম্পাসে পেয়ে সাধারণ শিক্ষার্থীরা ধরে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের নিরাপত্তারক্ষীর কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে তার সহযোগীরা এসে ওই কক্ষের দরজা ভেঙে তাকে নিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের সামনের ভোলা রোডে মিছিলও করেছেন তারা। এ বিষয়ে সান বা তার সহযোগীদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. গোলাম রাব্বানী জানিয়েছেন তিনি এ বিষয়ে কিছু জানেন না। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন। আর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এটিএম রফিকুল ইসলাম উপাচার্যের সঙ্গে কথা বলে এ বিষয়ে সাংবাদিকদের জানাতে চেয়েছেন। তবে তিনি বলেন, ফ্যাসিবাদের প্রশ্নে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা কখনোই তাদের প্রশ্রয় দেবো না। অপরদিকে বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটু ঝামেলা হয়েছে বলে খবর দেওয়া হয়। পুলিশ সদস্যরা গেলে তাদের ক্যাম্পাসে প্রবেশ করতে নিষেধ করে। পরে আর তাদের কিছু জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই বিস্তারিত জানেন না বলেও জানান ওসি।




Archives
Image
বরিশালে প্রায় দেড় কোটি টাকার নকল সিগারেট জব্দ
Image
বরিশালে গৃহবধূকে ধর্ষণের দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
Image
ঢাকা-বরিশাল নৌরুটে চালু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার
Image
রাজধানীর মিরপুরে বহুতল ভবনে আগুন
Image
বরিশাল মহানগর বিএনপির বিবাদ মেটাতে গুলশানে সমঝোতা বৈঠক