Current Bangladesh Time
মঙ্গলবার এপ্রিল ১৬, ২০২৪ ১০:৩৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » তেল, বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 
Tuesday November 9, 2021 , 7:10 pm
Print this E-mail this

সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু

তেল, বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাস- লঞ্চ ভাড়া বাড়ানো সিদ্ধান্ত বাতিল করা সহ তেলের মূল্য বৃদ্ধি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটি। মঙ্গলবার (নভেম্বর ৯) বিকালে নগরীর সদররোডে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে। জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান, মোজাম্মেল হক ফিরোজ, ফাইজুল হক বালি ফারহিন, শামিল শাহরুখ তমাল, ছাত্রনেতা এমরান নুর মিরা। এসময় বক্তরা বলেন, এই সরকার ক্ষমতায় এসে একের পর এক গণ বিরোধী কাজ করে বাজারের সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করার মাধ্যমে দূর্নীতি করছে। এসময় তারা আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সেদিন বিএনপি-জামাত জোটকে দূর্নীতিবাজ বলে দেশে আন্দোলন করছে আর এখন তার স্বাস্থ্য মন্ত্রালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রালয় দূর্নীতিতে গ্রাস করেছে। প্রধানমন্ত্রী আপনি ক্ষমতায় টিকে থাকার জন্য সাধারণ অসহায় মানুষকে পিষে মারার কারণে আপনি জাতীর জনকের কণ্যার পরিচয় দিয়ে বঙ্গবন্ধুর সম্মান ক্ষুন্ন করবেন না। অতি শিঘ্রই বাজারের তেল, ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের দাম না কমালে ওয়ার্কার্স পার্টি সাধারণ মানুষদের নিয়ে দেশব্যাপি রাজ পথে গণ আন্দোলন করবে। বিক্ষোভ সমাবেশ সঞ্চলনা করেন, কেন্দ্রীয় যুব নেতা সুজন আহমেদ। পরে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে পূণরায় ফকিরবাড়ি দলীয় কার্যলয়ে গিয়ে শেষ করে।




Archives
Image
পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার
Image
স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রী’র ফাঁস!
Image
বরিশালে বেড়াতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
Image
বরিশালে মুক্তিযোদ্ধাদের সম্মাননা, রাখিবন্ধন মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ
Image
ইধিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কোর্টনি