Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ১১:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » তিন মাসের পারিশ্রমিক অসহায়দের দান করলেন ক্রিকেটার আশরাফুল 
Wednesday April 29, 2020 , 12:14 am
Print this E-mail this

বিসিবি’র কাছ থেকে একসাথে তিন মাসের পারিশ্রমিক পেয়েছেন, সব মিলিয়ে তার একাউন্টে জমা হয়েছে প্রায় ৮৫ হাজার টাকা

তিন মাসের পারিশ্রমিক অসহায়দের দান করলেন ক্রিকেটার আশরাফুল


মুক্তখবর বিনোদন ডেস্ক : কোভিড-১৯’র কারণে বিসিবির পক্ষ থেকে চুক্তিতে থাকা প্রথম শ্রেণির ক্রিকেটারদের তিন মাসের পারিশ্রমিক একসাথে দেয়া হয়েছে। পারিশ্রমিক হিসেবে পাওয়া তিন মাসের টাকা করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে দান করে দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সাকিব আল হাসানের বিশ্বকাপে খেলা ব্যাট নিলামে দিয়ে ২০ লাখ টাকায় বিক্রিও হয়েছে। এছাড়াও মুশফিক, আশরাফুলরা ঘোষণা দিয়েছেন তাদের প্রিয় এবং রেকর্ড গড়া ব্যাট নিলামে তুলে সেখান থেকে প্রাপ্ত অর্থ করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে দান করার। কোভিড-১৯’র কারণে খেলাধুলা বন্ধ হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগসহ ঘরোয়া ক্রিকেটের নানা আসর। যে কারণে বেশ কিছু ক্রিকেটার আর্থিক সঙ্কটে পড়ে গেছেন বলেও খবরে প্রকাশ হয়েছে। যে কারণে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় লিগে খেলা চুক্তিভুক্ত ৯৬জন ক্রিকেটারকে তিন মাসের পারিশ্রমিক একসাথে প্রদান করেছে। প্রথম শ্রেণির ক্রিকেটার হিসেবে বিসিবির চুক্তিতে রয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। তিনিও বিসিবি’র কাছ থেকে একসাথে তিন মাসের পারিশ্রমিক পেয়েছেন। সব মিলিয়ে তার একাউন্টে জমা হয়েছে প্রায় ৮৫ হাজার টাকা। একাউন্টের টাকাগুলো আশরাফুল নিজে গ্রহণ করেননি। করোনার কারণে ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য ব্যায় করে দিয়েছেন। মোহাম্মাদ আশরাফুল বলেন, বিসিবির কাছ থেকে তিন মাসের যে পারিশ্রমিক একসঙ্গে পেয়েছি, সেগুলো করোনায় ক্ষতিগ্রস্থদের সাহায্যে দান করেছি। আশরাফুল আরো বলেন, এখানে টাকার পরিমাণটা হয়তো খুব বেশি নয়। ৮৫ হাজার টাকা। তবে, বিসিবি থেকে আসার পর সিদ্ধান্ত নিয়েছিলাম এগুলো আমি দিয়ে দেবো করোনা ক্ষতিগ্রস্থদের সাহায্যে।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস