Current Bangladesh Time
শুক্রবার জানুয়ারি ৯, ২০২৬ ১২:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা 
Thursday January 8, 2026 , 11:39 am
Print this E-mail this

আরও একজন গুলিবিদ্ধ, তিনি হাসপাতালে চিকিৎসাধীন

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম আজিজুর রহমান মোসাব্বির। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে এ গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় আবু সুফিয়ান মাসুদ নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, দু’জনকে গুলি করা হয়েছে। আজিজুর রহমান মোসাব্বির মারা গেছেন। পুলিশ বলছে, বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে। তাদেরকে উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন। হত্যার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে।  বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা মামলার বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। সেই মামলায় অজ্ঞাত তিন/চারজনের বিষয়ে উল্লেখ করা হয়েছে। এদিকে রাতেই মোসাব্বিরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




Archives
Image
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
Image
সারাদেশে (এলপিজি) সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
Image
সুখবর পেলেন বরিশাল বিএনপির তিন নেতা
Image
সোয়া লাখ টাকা ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা শিক্ষা কর্মকর্তা
Image
বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মজিবর রহমান সরোয়ার